WI vs IND: “সর্বকালের সেরা…” ৫০০তম ম্যাচ খেলতে নামার আগে নেটমাধ্যমের শুভেচ্ছায় ভাসলেন কোহলি !! 1

WI vs IND: ভারতের সিনিয়র দলের হয়ে বিরাট কোহলির (Virat Kohli)  পথচলা শুরু হয়েছিলো ২০০৮ সালে। সদ্য উনিশ পেরোনো যুবা এখন পায়ে পায়ে পেরিয়েছেন ৩৪ বসন্ত। টিম ইন্ডিয়ার ক্রিকেটার হিসেবেই কাটিয়ে ফেলেছেন দেড় দশক। লম্বা কেরিয়ারে ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছে। ১১০ টেস্টে করেছেন ৮৫৫৫ রান। ব্যাটিং গড় ৪৮.৮৯। রয়েছে ২৮ শতরান। একদিনের ক্রিকেটে ২৭৪ ম্যাচে প্রায় ৫৮ গড় এবং ৪৬ শতরান সহ করেছেন ১২৮৯৮ রান। কুড়ি-বিশের ক্রিকেটেও বিশ্বের সফলতম ব্যাটার তিনিই। ১১৫ ম্যাচে ১টি শতরান এবং ৩৭ অর্ধশতক-সহ করেছেন ৪০০৮ রান। একমাত্র ব্যাটার হিসেবে তিন ফর্ম্যাটেই বিশ্ব র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকার রেকর্ড গড়েছেন তিনি। বাইশ গজের সাফল্যের থেকেও তাঁর সবচেয়ে বড় সাফল্য সম্ভবত মানুষের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নেওয়া। একসময় বলা হত শচীন (Sachin Tendulkar) ভালো খেললে শান্তিতে ঘুমোয় ভারত। কথাটা প্রযোজ্য কোহলির জন্যও।

Read More: Asia Cup 2023: ভারত-পাক দ্বৈরথ নিয়ে মুখ খুললেন রাহুল দ্রাবিড়, ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভারতীয় কোচের !!

Virat Kohli | WI vs IND | Image: Getty Images
Virat Kohli | WI vs IND | Image: Getty Images

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের ক্যুইন্স পার্ক ওভালে বিরাট কোহলির (Virat Kohli) জন্য অপেক্ষা করে থাকছে একের পর এক রেকর্ড। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি তিনি খেলবেন ১১১তম টেস্ট। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেট তারকাদের তালিকায় আপাতত নবম স্থানে রয়েছেন বিরাট। তাঁর একদম সামনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৩)। ডিসেম্বর-জানুয়ারী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেললে সৌরভকে স্পর্শ করতে পারবেন কোহলি (Virat Kohli)। এছাড়া মোট টেস্ট রানের ক্ষেত্রে বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag) টপকে যাবেন তিনি। ১০৪ টেস্টে ৮৫৮৬ রান করেছিলেন শেহবাগ। কোহলির বর্তমানে রান সংখ্যা ৮৫৫৫। ৩২ রান করলে শেহবাগকে টপকে ভারতের পঞ্চম সফলতম টেস্ট ব্যাটার হবেন তিনি। এছাড়া ৭৩ রান করলে জ্যাক ক্যালিসকে (Jacques Kallis) টপকে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সফলতম ব্যাটারের তকমাও পাবেন তিনি।

Virat Kohli | wi vs ind | Image: Getty Images
Virat Kohli | WI vs IND | Image: Getty Images

ইন্সটাগ্রামে ২৫৫ মিলিয়ন ফলোয়ার তাঁর। ট্যুইটারে ভক্তসংখ্যা ৫৭ মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার লড়াইতে নেইমার, কিলিয়ান এম্বাপে বা লেব্রন জেমসদের মত বিশ্ববরেণ্য অ্যাথলিটদেরও ঢের পিছনে ফেলেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ অবধি যখন মাঠে ব্যাট হাতে কঠিন লড়াই করতে হচ্ছিলো কোহলিকে (Virat Kohli), দেখছিলেন না রানের মুখ, তখন শত সমালোচনার মাঝেও প্রিয় তারকার হয়ে জোর সওয়াল করে গিয়েছেন এই কোটি কোটি ভক্তরাই। এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে বিরাট ফর্মে ফেরায় তিনি নিজে যতটা চাপমুক্ত হয়েছিলেন, ঠিক ততটাই হাঁফ ছেড়ে বেঁচেছিলেন তাঁর অনুরাগীরাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন কোহলি (Virat Kohli) । তাঁর আগে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমের দেওয়াল ভরালেন অনুরাগীরা।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: WI vs IND: জাতীয় দলের জার্সিতে অভিষেক মুকেশ কুমারের, নতুন পালক জুড়লো বঙ্গ পেসারের মুকুটে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *