Wi vs ind Shubman gill will bat at no3 in position of pujara

WI vs IND: দীর্ঘ ১ মাস বিশ্রামের পর টিম ইন্ডিয়ার আবার শুরু পথ চলা। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ পারি দিয়েছে যেখানে আজ থেকে শুরু হতে চলেছে টেস্ট সিরিজ। এই সিরিজ চলাকালীন ভারতীয় দলে দেখা যাবে না চেতস্বর পূজারাকে (Cheteshwar Pujara)। বিগত অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অভিজ্ঞ ব্যাটসম্যান পূজারার বোকামির জন্য ভারতের টেস্ট জয় অনেকটা মুশকিল হয়ে ওঠে। যার মাশুল গুনতে হলো তাকেই, দল থেকে বাইরে চলে গেছেন পূজারা। দলে, শামিল করা হয়েছে জসশ্রী জাসওয়াল (Yashasvi Jaiswal), ঋতুরাজ গাইকওয়ার্ডদের (Ruturaj Gaikwad) মতন প্লেয়ারদের। তবে, এবার উঠে অসলো বড় এক তথ্য, যেটি শোনার পর ভাবা যাচ্ছে আপাতত শেষ হতে চলেছে পূজারার টেস্ট ক্যারিয়ার।

Read More: WI vs IND: টসের আগেই প্লেয়িং একাদশ ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা, এই খেলোয়াড় করছে অভিষেক !!

পূজারার ক্যারিয়ার সংকটে

Cheteshwar pujara, wi vs ind
Cheteshwar Pujara | Image: Getty Images

ভারতের হয়ে কেবলমাত্র টেস্ট খেলে থাকেন পূজারা। বেশ কয়েক বছর ধরেই ৩ নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন পূজারা। তবে, এবার পূজারার জায়গা নিতে চলেছেন তরুণ উদীয়মান প্লেয়ার শুভমান গিল (Shubman Gill)। এই বছর শুভমান গিল বেশ অসাধারণ ফর্মেও রয়েছেন। টেস্ট ক্রিকেটেও গত ৪ ম্যাচে ২ টি শতরান হাঁকিয়েছেন তিনি। আগামীদিনে টিম ইন্ডিয়ার নির্ভরশীল টেস্ট ব্যাটসম্যান হিসাবে নিজেকে প্রমাণ করতে চান শুভমান। যেকারণে এবার থেকে ভারতীয় টেস্ট দলে ৩ নম্বরে নামতে দেখা যাবে গিলকে। মঙ্গলবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন শুভমন গিলকে ভারতীয় ব্যাটিং অর্ডারের ৩ নম্বর পজিশনে খেলানো হবে।

গিল নেবেন পূজারার জায়গা

Cheteshwar Pujara and Shubman Gill
Cheteshwar Pujara and Shubman Gill | Image: Getty Images

প্রসঙ্গত ১২ ই জুলাই বুধবার থেকে উইন্ডসর পার্কে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচের জন্য নেটে শুভমন গিল দীর্ঘ অনুশীলন করেন। গিলের নতুন ভূমিকা নিয়ে মন্তব্য করে রোহিত শর্মা বলেছেন, “শুভমান গিল একজন ভালো মাপের ব্যাটসম্যান, এবার থেকে ভারতীয় টেস্ট দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে চান তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে পরামর্শ করেছেন গিল এবং তার মতে, এই পিজিশনে তিনি দলের হয়ে বেশি পারফরম্যান্স দেখাতে পারবেন ফলে, দলের হয়ে ওপেনিং করবেন জসশ্রী জাসওয়াল।” শুভমান গিলের টেস্ট ক্যারিয়ারের কথা বলতে গেলে, ১৬ টেস্টে ৩২.৮৯ গড়ে ৯২১ রান বানিয়েছেন পাশাপাশি, ৪ বার অর্ধশতরান ও ২ টি শতরান করেছেন। যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো প্রদর্শন দেখান গিল তাহলে পূজারার ক্যারিয়ারে পরে যাবে তালা।

Read Also: WI vs IND: সঙ্গী অজিঙ্কা রাহানে, টেস্ট সিরিজ শুরুর আগে নয়া অবতারে ধরা দিলেন রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *