WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে হেরেছিলো টিম ইন্ডিয়া। আইসিসি র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ভারত খাতায়কলমে অনেকটা পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বসায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিলো ‘মেন ইন ব্লু’কে। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ জিতে সমতায় ফেরাই লক্ষ্য হার্দিক বাহিনীর। আগের ম্যাচে টসে হেরেছিলো ভারত। আজ অবশ্য মুদ্রা পড়লো টিম ইন্ডিয়ার (Team India) পক্ষেই। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। টসের সময় বলেন স্কোরবোর্ডে বড় রান যোগ করাই লক্ষ্য। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা ভালো করতে পারলেন না ভারতীয় ওপেনাররা। শুরুতেই আউট হলেন শুভমান গিল।
বছরের শুরু থেকে দুরন্ত ফর্মে ব্যাট করতে দেখা গিয়েছিলো শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল-শুভমানের ব্যাটে দেখা গিয়েছিলো রানের ফোয়ারা। কিন্তু গত জুনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ফর্মের গ্রাফ ক্রমেই পড়তির দিকে তাঁর। একমাত্র তৃতীয় একদিনের ম্যাচে একটি ৮৫ রানের ইনিংস বাদে বিশেষ রান পান নি তিনি। প্রথম টি-২০ ম্যাচে ৩ রানে আউট হয়েছিলেন তিনি। আজও বড় রানের ইনিংস খেলা হলো না তাঁর পক্ষে। শর্ট আর্ম পুলে অনবদ্য ছক্কা হাঁকিয়েছিলেন শুভমান। বড় রানের আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু একই ওভারে দ্বিতীয় বড় শট মারতে গিয়ে ধরা পড়লেন শিমরণ হেটমায়ারের হাতে। ৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলেন তিনি।