WI vs IND: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর একটা দলের কাছে ছিলো ঘুরে দাঁড়ানোর লড়াই। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর ঘরের মাঠে পায়ের তলার মাটি খোঁজার প্রচেষ্টা ছিলো অন্য দলের। চুম্বকে এমনটাই ছিলো ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (WI vs IND) প্রথম টেস্ট ম্যাচের নির্যাস। ডোমিনিকার ছবির মত সুন্দর রোসেঊ শহরের উইন্ডসর পার্কে মুখোমুখি হয়েছিলো দুই দল। ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েডদের ভয় ধরানো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটদুনিয়া থেকে মুছে গিয়েছে বহু দিন হলো। কিন্তু ঘরের মাঠে তাঁদের উত্তরসূরিদের কাছে বাড়তি তাগিদ আশা করেছিলেন ক্রিকেট অনুরাগীরা। সেই আশা আর পূরণ হলো না। টিম ইন্ডিয়ার (Team India) কাছে অসহায় আত্মসমর্পণ করলো ‘মেন ইন মেরুন।’ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেলো ভারতীয় দল।
টেস্টের প্রথম দিনেই মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৫ উইকেট পেয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের রান ছিলো ৮০। দ্বিতীয় দিনে দাপটের সাথে ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা। শতরান করেন দুজনেই। রোহিত অ্যালিক অ্যাথানাজের (Alick Athanaze) বলে ১০৩ করে আউট হলেও, দ্বিতীয় দিনে টলানো যায় নি যশস্বীকে। তৃতীয় দিনে ১৭১ রানের ইনিংসে খেলে আউট হন তিনি। বিরাট কোহলিকে (Virat Kohli) থামতে হয় ৭৬ রানের মাথায়। ২৯তম টেস্ট শতরানের আশা পূর্ণ হলো না ডোমিনিকায়। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের অশ্বিনের সামনে নতজানু হয় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট তুলে নেন তামিলনাড়ুর অফস্পিনার। ১৩০ রানে গুটিয়ে যায় তারা। মাত্র ৩ দিনের মধ্যে ইনিংস ও ১৪১ রানে ম্যাচ জেতে ভারত। শুক্রবার আরও আগেই ম্যাচ জিতে নিতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু রোহিত শর্মা এবং ঈশান কিষণের (Ishan Kishan) জন্যই জয়ের স্বাদ পেতে খানিক বেশী অপেক্ষা করতে হলো তাদের।
Read More: “এটাই টিম ইন্ডিয়ার 2.0”, এশিয়ান গেমসের দলে নতুন মুখের ছড়াছড়ি, বোর্ডকে সাধুবাদ নেটিজেনদের !!
প্রথম ম্যাচে সপ্রতিভ ঈশান কিষণ-

ডোমিনিকায় যে নতুন ভারতকে দেখা যাবে তা নিশ্চিত হয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টেস্ট ফল ঘোষণা হওয়ার সাথে সাথে। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) মত অভিজ্ঞ ক্রিকেটারদের বাইরে রেখে ঋতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালদের প্রথমবারের জন্য টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছিলো। উইন্ডসর পার্কে একসাথে জোড়া অভিষেক দেখা যায় ভারতীয় দলে। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে সাড়া ফেলে দেওয়া যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে তুলে দেওয়া হয় ৩০৬ নম্বর ভারতীয় টেস্ট ক্যাপ। একইসাথে ৩০৭ নম্বর টুপিটি পান ঈশান কিষণ (Ishan Kishan)। গত কয়েকটি সিরিজে অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে ছিলেন ঈশান। স্টাম্পের পিছনে দেখা যাচ্ছিলো কে এস ভরতকে। উইন্ডিজের বিরুদ্ধে ভরতকে বাইরে রেখে ঈশানকে মাঠে নামার সুযোগ দেন কোচ দ্রাবিড়।
অভিষেক ম্যাচে ঈশানের (Ishan Kishan) পারফর্ম্যান্স নজর কেড়েছে। শার্দুল ঠাকুরের বলে অনেকখানি ঝাঁপিয়ে প্রায় ফার্স্ট স্লিপের সামনে থেকে ক্যাচ ধরেছেন একটি। জাদেজার বলে জোশুয়া ডি সিলভারও (Joshua De Silva) একটি কঠিন ক্যাচ ধরেছেন। উইকেটের পিছন থেকে ক্রমাগত নির্দেশ দিয়ে গেছেন ফিল্ডারদের। সমবয়সী শুভমান গিল (Shubman Gill) থেকে সিনিয়র বিরাট কোহলি (Virat Kohli), সকলকে বোলারের প্রয়োজন মত পজিশনে দাঁড় করানোর দায়িত্ব নিয়েছিলেন তিনিই।ঋষভ পন্থের (Rishabh Pant) অভাব অনেকটা পুষিয়ে দিয়েছেন তিনি। স্টাম্পের পিছনে সপ্রতিভ ঈশান (Ishan Kishan) যখন ব্যাট করতে নামেন তখন ভারতের লিড বেশ অনেকটাই। প্রথম রান করতে বেশ সময় নেন তিনি। শেষমেশ ঈশানের ব্যাটে ১ রান আসতেই ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত। সেই সিদ্ধান্তের ব্যাখ্যা ম্যাচ জিতে উঠে দিলেন হিটম্যান।
ঈশানের জন্য অপেক্ষা করছিলেন রোহিত শর্মা-

বছরের অনেকটা সময় ঈশান কিষণের (Ishan Kishan) সাথে কাটান রোহিত শর্মা। দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। তরুণ সতীর্থের প্রতি রোহিতের যে স্নেহ রয়েছে তা ঈশান বেশ কয়েকবার সাক্ষাৎকারে বলেছেন। মাঠে কিছু ভুলভ্রান্তি করলে যেমন বকাবকি করেন, তেমন যে কোনো প্রয়োজনে রোহিত যে পাশে এসে দাঁড়ান, তা স্বীকার করেছেন চব্বিশ বর্ষীয় তরুণ। ঈশান ও রোহিতের (Rohit Sharma) ‘ব্রোম্যান্সের’ আরও একটি দৃশ্যের সম্মুখীন থাকলো শুক্রবারর ডোমিনিকা।
প্রথম টেস্ট খেলতে নামা ঈশান কিষণ (Ishan Kishan) ক্রিজ থেকে খালি হাতে ফিরুন, তা চাইছিলেন না রোহিত শর্মা। প্রথম টেস্টে তাঁর ঝুলিতে যাতে রান থাকে তার ব্যবস্থা করতে আসরে নামতে হয় রোহিতকেই। লিড ২৫০ ছাড়িয়ে যাওয়ার পর আর ব্যাটিং করার প্রয়োজন ছিলো না ‘টিম ইন্ডিয়া’র। কিন্তু ঈশান কিষণ (Ishan Kishan) তখনও রান পান নি। তরুণ সতীর্থের জন্য ডিক্লারেশন পিছিয়ে দেন ভারত অধিনায়ক। ম্যাচ মুঠোয়, তা আগেই বুঝেছিলেন রোহিত। তাই অপেক্ষার সিদ্ধান্ত নেন তিনি। অবশেষে ২০তম বলে ১ রান নেন ঈশান, তারপর ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক। ম্যাচ শেষে রোহিত শর্মা (Rohit Sharma) বলেন, “আমরা চেয়েছিলাম ঈশান খাতা খুলুক, টেস্ট ক্রিকেটে নিজের প্রথম রান পাক। তারপর আমরা ডিক্লেয়ার করবো।”