WI vs IND: চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ছয় উইকেটে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল ক্যারিবিয়ান দল। হার্দিকের ওভারে পরপর দুটি চার মেরে দলকে জয় এনে দেন কেসি কার্টি। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ৪০.৫ ওভারে ১৮১ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৫ রান আসে ইশান কিষাণের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ও গুদাকেশ মতি তিনটি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ ৩৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে ১৮২ রানের লক্ষ্য অর্জন করে। শাই হোপ অধিনায়কত্বের ইনিংস খেলে অপরাজিত ৬৩ রান করেন। একই সময়ে, কেসি কার্টি ৪৮ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে তিন উইকেট নেন শার্দুল। মঙ্গলবার ত্রিনিদাদে সিরিজের তৃতীয় ও নির্ধারক ম্যাচ অনুষ্ঠিত হবে।
Read More: IPL: ট্রফি জিততে এই বড় পদক্ষেপ নিতে চলেছে কেকেআর, অধিনায়ক বদলেই বাদশাহ’র দল করবে বাজিমাত !!
ভারতের ব্যাটিং ফ্লপ করে
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে হতাশ ভারতীয় ব্যাটসম্যানরা। ভালো শুরুর পরও বড় রান করতে ব্যর্থ হয় তারা। প্রথম উইকেটে ৯০ রান যোগ করে দলকে দারুণ সূচনা এনে দেন কিশান ও শুভমান গিল (৩৪)। তবে এর পর উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত বড় রান করতে পারেনি দলটি। সঞ্জু স্যামসন (৯), অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৭), সূর্যকুমার যাদব (২৪) এবং রবীন্দ্র জাদেজা (১০) হতাশ করেন। তবে ওয়ানডে কেরিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি করেন তিনি। ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করার সময় তিনি ৫৫ বলে ৫৫ রান করেন। এই ইনিংসেও মারেন ৬টি চার ও ১টি ছক্কা। তার জন্যই ভারতীয় দল ১৮১ করতে সক্ষম হয়।
সহজেই ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই করে। কাইল মেয়ার্স ও ব্র্যান্ডন কিং প্রথম উইকেটে ৫০ বলে ৫৩ রান যোগ করেন। এরপর অবশ্য পরপর বেশ কয়েকটি উইকেট হারায় তারা। কিং (১৫), মায়ার্স (৩৬), অ্যালিক আথানাজ (৬) এবং শিমরন হেটমায়ার (৯) দ্রুত আউট হন। তবে
পঞ্চম উইকেটে হোপ ও ক্যাসি কার্টি (৪৮) দুর্দান্ত হাফ সেঞ্চুরি জুটি খেলে দলকে জয় এনে দেন।
ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি করেন হোপ। এই ম্যাচে নিজের সামর্থ্যের সেরা নমুনা তুলে ধরে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন হোপ। ৭৮.৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ৮০ বলে ৬৩ রান করেন হোপ। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা।
Also Read: Asia Cup 2023: এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় ফের এন্ট্রি নিচ্ছেন শিখর ধাওয়ান, বাইরের পথ দেখছেন শুভমান !!