WI vs IND: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে হারের পর একমাস ক্রিকেট থেকে বিরতি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। অবশেষে তরতাজা হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ফিরেছে ক্রিকেটের বাইশ গজে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ডোমিনিকায় গতকাল থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। উইন্ডসর পার্কে ১২ বছর পর খেলতে নেমেছে ‘মেন ইন ব্লু।’ এর ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে যে চমক থাকবে তা আন্দাজ করা গিয়েছিলো দল ঘোষণার সময়েই। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), উমেশ যাদবদের (Umesh Yadav) বাদ দিয়ে রাখা হয়েছিলো যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), মুকেশ কুমারদের। মুম্বইয়ের যশস্বী যে খেলছেন তা জানানো হয়েছিলো আগেও। কিন্তু টসের সময় যখন একাদশ সামনে আনলেন রোহিত শর্মা, তখন দেখা যায় যশস্বীর সাথেই অভিষেকের তালিকায় আছেন ঈশান কিষণও (Ishan Kishan)।
গত কয়েকটি টেস্টে ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতিতে স্টাম্পের পিছিনে কে এস ভরতকে ব্যবহার করেছিলো টিম ইন্ডিয়া। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি এবং ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালেও খেলেছিলেন ভরতই। পাঁচ টেস্টে সুযোগ পেলেও নিজেকে বিশেষ মেলে ধরতে পারেন নি তিনি। ব্যাট হাতে করেছেন মাত্র ১২৯ রান। গড় ১৮.২৯। উইকেটের পিছনে ১২টি ক্যাচ এবং ১টি স্টাম্পিং করলেও বহু সহজ সুযোগ হাতছাড়াও করেছেন তিনি। সেই কারণেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে টিম ম্যানেজমেন্টের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকার মাঠে ভরতকে (KS Bharat) সাজঘরে রেখে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হয়েছে ঈশান কিষণকে (Ishan Kishan)। কেরিয়ারের প্রথম টেস্টে জড়সড় নয়, বরং উইকেটের পিছনে বেশ সাবলীল লেগেছে ঈশানকে।
Read More: WI vs IND: নিজের পায়েই কুড়ুল মারলেন শুভমান গিল, শীঘ্রই দল থেকে পড়তে পারেন বাদ !!
উইকেটের পিছন থেকে সতীর্থদের নির্দেশ দিলেন ঈশান
নাথান লিয়ঁ’কে (Nathan Lyon) ‘ছক্কা মেরে দেখাও’, টিম পেইনকে (Tim Paine) ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ বলে স্লেজিং-কে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএল ম্যাচে স্বয়ং বিরাট কোহলিকেও রেয়াৎ করেন নি তিনি। স্টাম্পে লাগানো মাইক্রোফোনে ঋষভের কোন কথা কখন ধরা পড়ে তা শোনার জন্য উদগ্রীব থাকতেন ক্রিকেট দর্শকেরা। প্রতিপক্ষের উপর মনস্তাত্বিক চাপ তৈরি করতে ঋষভের এই স্লেজিং-এর পন্থা নেওয়াকে সাধুবাদই জানান বিশেষজ্ঞরা। পাশাপাশি ক্রিকেটে খানিক বিনোদনও যোগ করে তাঁর মজার মন্তব্যগুলি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি বাইরে থাকায় নিত্যনতুন স্লেজিং আর উপভোগ করা হচ্ছিলো না দর্শকদের। উইকেটের পিছনে ভরত (KS Bharat) বেশ চুপচাপ। গতকাল ঈশান কিষণের (Ishan Kishan) অভিষেকে ফিরলো পন্থের স্মৃতি। দস্তানা হাতে নিরন্তর মুখ চালিয়ে গেলেন ঝাড়খণ্ডের তরুণ। তাঁর স্লেজিং বেশ উপভোগ করেছেন দর্শকেরা।
টেস্ট ক্রিকেটে গতকাল অভিষেক হলেও ভারতীয় ড্রেসিংরুম ঈশানের (Ishan Kishan) কাছে নতুন নয়। লম্বা সময় সীমিত ওভারের ক্রিকেটে দলের সদস্য তিনি। ফলে সতীর্থদের মাঝে বিন্দুমাত্র জড়তা নেই তাঁর মধ্যে। উইকেটের পিছন থেকে দিব্যি সিনিয়র হোক বা জুনিয়র সবার উদ্দেশ্যেই নির্দেশ দিলেন তিনি। ঈশানের পরামর্শ মেনে ফিল্ডিং সাজাতে দেখা গেলো অধিনায়ক রোহিতকেও। বিশেষত স্পিনারদের বিরুদ্ধে ক্লোজ-ইন ফিল্ডারকদের সাজাতে দেখা গেলো ঈশানকে (Ishan Kishan)। সিনিয়র বিরাট কোহলিকে (Virat Kohli) বললেন, “বিরাট ভাই আর একটু সিধে হও…” তেমন তরুণ যশস্বীকে (Yashavi Jaiswal) দিলেন একই পরামর্শ। এছাড়া উইকেটের পিছন থেকে মাঝেমধ্যেই নানারকম শব্দও করতে শোনা গিয়েছে ঈশানকে।
Ishan Kishan Stump Mic Recording 😂😂😂🤣🤣🤣#indiavswestindies #IshanKishan #YashasviJaiswal #ViratKohli𓃵 #1STTEST pic.twitter.com/XuVZC8sQKK
— THE BSA NEWS (@BsaNewsOfficial) July 12, 2023
দস্তানা হাতে দুরন্ত পারফর্ম্যান্স ঈশানের-
কেবল স্লেজিং নয়, উইকেটের পিছনে দস্তানা হাতেও দুরন্ত পারফর্ম্যান্স করেছেন ঈশান কিষণ (Ishan Kishan)। টেস্ট কেরিয়ারের প্রথম ক্যাচটি যেভাবে নিলেন তিনি তা যে কোনো উইকেটরক্ষকের কাছে স্বপ্ন হতে পারে। শার্দুল ঠাকুরের বল র্যামন রিফারের (Ramon Reifer) ব্যাট ছুঁয়ে উড়ে গিয়েছিলো স্লিপ কর্ডনের দিকে। প্রায় প্রথম স্লিপের সামনে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ঈশানের (Ishan Kishan) ১০০তম ক্যাচ ছিলো সেটা। এরপর জাদেজার বলে জোশুয়া ডি সিলভার ক্যাচও বেশ মুন্সীয়ানার সাথে ধরেন ঈশান। প্রথম ইনিংসে মাত্র ২ রান বাই খরচ করেছে ভারত। যা উইকেটরক্ষক হিসেবে ঈশানের দক্ষতার অন্যতম পরিচায়ক।