WI vs IND: মঙ্গলবার, ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে চলতি টি-২০ সিরিজে প্রথমবারের মতো জয় তুলে নিল ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ভারত ১৭.৫ ওভারে তিন উইকেটে ১৬৪ রান করে ম্যাচ জিতে নেয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্রেন্ডন কিং ৪২ ও রোভম্যান পাওয়েল ৪০ রান করেন। একই সঙ্গে বল হাতে দুটি উইকেট নেন আলজারি জোসেফ। অন্যদিকে, ভারতের হয়ে প্রথমে কুলদীপ যাদব তিনটি উইকেট নেন। এরপর জয়ের জন্য রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব ৮৩ এবং তিলক ভার্মা অপরাজিত ৪৯ রান করে দলকে জয় এনে দেন।
এই জয়ের মাধ্যমে ভারত জয়ের রাস্তায় ফিরেছে এবং টিম ইন্ডিয়া এখনও পাঁচ ম্যাচের সিরিজ জিততে পারে। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুটি এবং ভারত জিতেছে একটি ম্যাচে। এই সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে ভারতকে। একই সঙ্গে আরেকটি ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল। এখন সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নেওয়াই লক্ষ্য ভারতের।
দেখে নিন টুইটগুলি:
Selfless in Selfish
international In league#INDvsWI #SuryakumarYadav pic.twitter.com/RcGgoFarpf— Ritesh 🇮🇳 (@RiteshLock) August 8, 2023
Dont want to jinx it .. but #TilakVarma looks sooo good. seems like we have got a new star of middle order. #T20I #T20Is #INDvsWI Whatever we have seen so far seems like a great asset.
P.S. – just feeling sad for #YashasviJaiswal but tera bhi din aayega bro 💪— Sharad Trippathi (@rajabetasharad) August 8, 2023
Give me just Shubman Gill and Ahmadabad, I will win you Worldcup.#INDvWI #WIvsIND #INDvsWI#LPL2023
— Nomi Wrotes (@NomiWrotes) August 8, 2023
I wish the way surya plays in T20 someday finds his own game in One day cricket as well
Natural ability to find gaps 💯#SuryakumarYadav #IndVSWI— Dev Mehta (@DevMehta0404) August 8, 2023
SuryaKukar yadav is a kind of player when he gets going he makes the game one sided. This is the impact he has in T20I cricket @mohsinaliisb #indvsWi #sky
— Ashish Bindroo (@BindrooAshish) August 8, 2023