WI VS IND: বেশ জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC FINAL 2023)। শেষ দিনে পৌঁছে গিয়েছে এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি। ভারতীয় দল বেশ কঠোর চেষ্টা করছে এই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। পরস্পর দ্বিতীয় বারের জন্য ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। তবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় দলের কাছে রয়েছে সবথেকে বড় সুযোগ ৫০ ওভার বিশ্বকাপ ও ২০ ওভার বিশ্বকাপ জেতার। আপাতত এই WTC ফাইনালের পর ভারতীয় দলের সাথে খেলার কথা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। কিন্তু ভেস্তে গেল আফগানিস্তান সিরিজ। অন্যদিকে ভারতীয় দল এশিয়া কাপের আগে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে এবং ওখানে গিয়ে তিন ফরম্যাটেই খেলতে চলেছে ম্যাচ।
Read More: WTC ফাইনালের আগে হলেন সম্পূর্ণ ফিট হলেন জসপ্রিত বুমরাহ , এই সিরিজে করতে চলেছেন কামব্যাক !!
ওয়েস্ট ইন্ডিজ পারি দেবেনা রোহিত-কোহলি’রা
ওয়েস্ট ইন্ডিজ গিয়ে ২ টি টেস্ট, ৩ টি ওডিআই ম্যাচ ও ৫ টি টি-টোয়েন্টি ম্যাচের লম্বা সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে, ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ (WI VS IND) উড়ে যাবে নতুন দল নিয়ে। আসলে টেস্ট সিরিজ খেলার জন্য ভারতীয় দলের সিনিয়র প্লেয়াররা অর্থাৎ রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) প্রমুখ প্লেয়াররা লম্বা ফরম্যাটে খেলবেন, পাশাপাশি সামনেই এশিয়া কাপ ও ক্রিকেট ওয়ালর্ড কাপ যার জন্য সিনিয়র প্লেয়াররা চাইবেন তাদের মূল্যয়ন করে নিতে, অন্যদিকে ২০২৪ সালেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যার জন্যেও টিম গড়ে রাখতে চাইবে টিম ইন্ডিয়া। আর তার পরিকল্পনা শুরু হবে এই যেত ইন্ডিজ সিরিজ থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
আসলে, গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেখা যায়নি ভারতীয় দলের সিনিয়র প্লেয়ার রোহিত, বিরাট বা রাহুলদের। এবার নতুন দল নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই (WI VS IND) প্রস্তুতি নিতে চাইবে টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় দল ওপেনার হিসাবে সুযোগ দিতে পারে ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikward), শুভমান গিলকে (Shubman Gill), উইকেটরক্ষক হিসাবে দলে থাকবেন সঞ্জু স্যামসন (Sanju Samson), পাশাপাশি মিডিল অর্ডার সামলাবেন নম্বর ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং রিঙ্কু সিং (Rinku Singh)। পাশাপাশি ম্যাচ ফিনিশ ও ক্যাপ্টেন্সি করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এছাড়া অলরাউন্ডার হিসাবে সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel), আর বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন আরশদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakravarty), মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জুজুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এছাড়া অতিরিক্ত হিসাবে থাকবে ঈশান কিষান (Ishan Kishan), প্রভিসিমরণ সিং (Prabhsimran Singh), উমরান মালিক (Umran Malik) ও শিভোম দুবে (Shivam Dube)।
Read Also: WTC FINAL: শেষ হচ্ছে রোহিত শর্মার কার্যকাল, টেস্টের অধিনায়ক চোট কাটিয়ে হলো ফিট !!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য টি-২০ স্কোয়াড :
ঋতুরাজ গাইকোয়ার্ড , শুভমান গিল, সঞ্জু স্যামসন (Wk), সূর্যকুমার যাদব , রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া (C), অক্ষর প্যাটেল, আরশদীপ সিং , বরুণ চক্রবর্তী , মোহাম্মদ সিরাজ, জুজুবেন্দ্র চাহাল ঈশান কিষান (WK), প্রভিসিমরণ সিং (wk), উমরান মালিক, শিভম দুবে ।