WI vs IND: আজকের ম্যাচ হারলেই লজ্জার রেকর্ড গড়বেন অধিনায়ক হার্দিক, গত ১৭ বছরে প্রথমবার মাথা নত টিম ইন্ডিয়ার !! 1

বেশ জমে উঠেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর (WI vs IND)। টেস্ট ও ওডিআই সিরিজে ভারতের একতরফা খেলা উইন্ডিজকে সিরিজে কোনো সুযোগ দেয়নি। এবার পালা ২০ ওভারের ক্রিকেটের। টেস্ট এবং ওডিআই সিরিজে ভারতীয় দলের সিনিয়র প্লেয়াররা নিয়েছেন বিশ্রাম। যেকারণে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। তবে, ক্যাপ্টেন পান্ডিয়ার নেতৃত্বে ইতিমধ্যে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে টিম ইন্ডিয়া এবং দুটিতেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের কাছে আগামী তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আর এই তিন ম্যাচ ইতিহাস গড়ার পক্ষে যথেষ্ঠ।

Read More: WI vs IND: ম্যাচের সেরা হয়েও, শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরান !!

দুই ম্যাচেই মিলল পরাজয়

WI vs IND
WI vs IND | Image: Getty Images

সিরিজে (WI vs IND) ঘটে যাওয়া দুই ম্যাচের কথা বলতে গেলে, প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া নিজেদের ২০০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে, উইন্ডিজদের বিরুদ্ধে ৪ রানে পরাজিত হয়। যেখানে উইন্ডিজ প্রথমে ব্যাটিং করে ক্যাপ্টেন রোভম্যান পাওয়েলের (Rovman Powel) ব্যাট থেকে ৪৮ রান আসে ও নিকোলাস পুরানের (Nicholas Pooran) ব্যাট থেকে ৪১ রান আসে ও মাত্র ১৪৯ রান বানাতে সক্ষম হয়েছিল দল। এই রান তাড়া করতে এসে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক ছাড়া ২০’এর গন্ডি কেউ পার করেনি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান বানায় টিম ইন্ডিয়া এবং ৪ রানে প্রথম ওডিআই ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি, দ্বিতীয় ম্যাচের কথা বলতে গেলে, আবার একবার টিম ইন্ডিয়ার হয়ে একাই পারফরম্যান্স দেখান তিলক ভার্মা। তার ৫১ রানের দৌলতে টিম ইন্ডিয়া ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রান সম্পূর্ণ করে, পরে অবশ্য ভারতীয় দল কামব্যাক করলেও উইন্ডিজদের পক্ষ থেকে নিকোলাস পুরান (Nicholas Pooran) অসাধারন এক ইনিংস খেলেন, শেষের দিকে আকিল হোসেনের দুরন্ত ফিনিশিং টিম ইন্ডিয়াকে ২-০ ব্যাবধানে পিছিয়ে দিয়েছে। এবার টিম ইন্ডিয়ার কাছে বাকি ৩ ম্যাচ জিততেই হবে, নাহলে ১৭ বছরে প্রথম বারের জন্য টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম কোনো সিরিজ হারতে চলেছে।

১৭ বছর ধরে উইন্ডিজদের বিরুদ্ধে জয়ের ধারা ছিল অব্যহত

WI vs IND,
WI va IND | Image: Getty Images

দুই দল একাধিক বার মুখোমুখি হয়েছে গত ১৭ বছর, তবে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই দল ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই মুখোমুখি হয়েছিল। ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া উইন্ডিজকে ৪-১ ব্যাবধানে পরাজিত করেছিল। তবে, ২০২২ সালে আইপিএলে গুজরাত টাইটান্স দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়নশিপ জেতার পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিককে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হিসাবে বিবেচিত করে। তবে, তার নেতৃত্বে আইপিএলে দুরন্ত পারফরমেন্স দেখানো প্লেয়ারদের নিয়েই ভারতীয় দল পারি দিয়েছে উইন্ডিজ আর উইন্ডিজের বিরুদ্ধে খাতা খুলতেই ব্যার্থ টিম ইন্ডিয়া।

পাশাপাশি, ক্যাপ্টেন হওয়ার পর নির্দিষ্ট একাদশ বেছে নিতে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল (Axar Patel) , জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) দের মতন প্লেয়ারদের তিনি সুযোগ দিচ্ছেন না ঠিক ভাবে। নিজের পছন্দের প্লেয়ারদের দলে সুযোগ দিচ্ছেন। বর্তামান সময়ে ওয়েস্ট ইন্ডিজ হলো এমন একটি দল যে দল, গত দুই বিশ্বকাপে ( ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ) যোগ্যতা অর্জন করতেও ব্যার্থ হয়েছে, এমনকি এই দলের বিরুদ্ধে ব্যাটসম্যান, বোলাররা তাদের গড়, স্ট্রাইক রেট বাড়ানোর ধান্দায় থাকেন আর সেই উইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের পরাজয় অনেক প্রশ্ন তুলেছে।

Read More: World Cup 2023: বিশ্বকাপের সম্ভাব্য বিজেতা বেছে নিলেন রোহিত শর্মা, স্মৃতির ঝাঁপি খুললেন ভারত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *