ক্যারিবিয়ান সিরিজের জন্য প্রথম একাদশ বাছলেন হার্দিক পান্ডিয়া, ম্যাচ উইনারকে বানালেন ওয়াটার বয় !! 1

Kuldeep Yadav: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজের জন্য ভারতের ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই সিরিজে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রিঙ্কু সিং এবং মোহিত শর্মাকে দলে জায়গা দেয়নি বিসিসিআই নির্বাচক কমিটি। ওডিআই সিরিজের জন্য, বিসিসিআই-এর নির্বাচক কমিটি আবার দলে জায়গা দিয়েছে কুলদীপ যাদবকে।

এছাড়া দলে স্পিনার হিসেবে নির্বাচিত হয়েছেন যুজবেন্দ্র চাহাল ও অক্ষর প্যাটেল। কুলদীপ ওয়ানডে ক্রিকেটে সুযোগ পেলেই দুর্দান্ত পারফরম্যান্স করেন। তবে বেশ কিছুদিন ধরে ভারতের প্রথম দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি। কিন্তু এবার তার অপেক্ষার অবসান হল। তবে হার্দিকের অধিনায়কত্বে ফের জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা বড় প্রশ্ন।

Read More: ভারতের ওয়ানডে দলে ফিরছেন এই তারকা ক্রিকেটার, রোহিত নিজে থেকেই তুলে দেবেন অধিনায়কত্ব !!

ক্যারিবিয়ান পিচে সুযোগ পাবেন কুলদীপ?

Kuldeep yadav
Kuldeep yadav

কুলদীপকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাশাপাশি বর্ডার-গাভাস্কার সিরিজের জন্যও নির্বাচিত করা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে কুলদীপ যাদবকেও বেছে নেওয়া হয়েছে। এর পিছনে কারণ হল ক্যারিবিয়ান পিচে মন্থর স্পিনাররা সাহায্য পান। ক্রিকেটে রিস্ট স্পিনার বাছাই করা একটি কৌশল যা দলগুলি আজকাল খুব কমই অনুসরণ করে। কিন্তু কুলদীপ এই ফর্ম্যাটে ম্যাচ উইনার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৭.৩৭ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন। তবে হার্দিক কুলদীপের এই ক্যারিশমাকে কাজে লাগিয়ে সাফল্য তুলে নিতে বদ্ধপরিকর হবেন কিনা তা নিয়ে সন্দেহ। ২৮ বছর বয়সী কুলদীপ যাদব ২০১৭ সালে টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন। তিনি এখন পর্যন্ত ৮ টেস্টে ৩৪ উইকেট, ৮১টি ওয়ানডেতে ১৩৪ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৪৬ উইকেট নিয়েছেন।

বছর দুয়েক ধরেই দুরন্ত ছন্দে কুলদীপ

Kuldeep Yadav
Kuldeep Yadav

আইপিএল ২০২২ এর আগে খারাপ পারফরম্যান্সের কারণে কুলদীপ যাদবকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর থেকেই তার ভাগ্য বদলে যায়। কুলদীপ আইপিএল ২০২২-এ দুর্দান্ত পারফরমেন্স করেন এবং আবারও টিম ইন্ডিয়াতে নিজের জায়গা তৈরি করে নেন। যদিও দলে তার জায়গা পুরোপুরি নিশ্চিত হয়নি। তবে এবার তিনি অবশ্যই দলের সঙ্গে থাকবেন। এমন পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নিলে ফের নিজের জাদু দেখাতে পারেন তিনি। তবে সবটাই নির্ভর করছে হার্দিকের ইচ্ছার ওপর।

Also Read: Asia Cup 2023: এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল ভারত, টুর্নামেন্ট থেকে আউট এই তারকা ব্যাটসম্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *