WI vs IND

WI vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং প্রথম একাদশে তরুণ তুর্কিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ায় তার জায়গায় হার্দিক পান্ডিয়ার হাতে দলের অধিনায়কত্ব দেওয়া হয়।

ওডিআই ক্রিকেটে এই দ্বিতীয়বার এমন হল যখন তিনি ওয়ানডেতে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন। এর আগে তিনি একদিনের ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এখন এই দেখে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাহলে কি ওয়ানডে দলের স্থায়ী অধিনায়কত্বের জায়গাটা নিয়ে নিচ্ছেন হার্দিক?

Read More: WI vs IND, 2ND ODI, MATCH PREDICTION: ওয়েস্টইন্ডিজ বনাম ভারত লড়াইতে কে হতে চলেছেন শীর্ষ পারফর্মার ? জানুন বিস্তারিত !!

নেতৃত্ব ক্ষমতা দুর্দান্ত হার্দিকের

hardik pandya
Hardik Pandya | Image: Getty Images

ওডিআইতে রোহিত শর্মার অধিনায়কত্ব বেশ কিছু বছর ধরেই চলছে। তবে গত কয়েক মাসে তিনি যেভাবে খেলার তিনটি ফর্ম্যাটে তার নেতৃত্বের ক্ষমতা দেখিয়েছেন তা ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। ট্রফি হাতছাড়া হয়ে যাওয়ার পরেও তার পদ্ধতির কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে না পারার পরে, তার কাছ থেকে এই দায়িত্ব কেড়ে নেওয়ার আওয়াজ উঠেছে।

এর একটি সাম্প্রতিক উদাহরণ হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ম্যাচ, যেখানে অধিনায়কত্বের দিক থেকে রোহিত পুরোই ফ্লপ। সব মিলিয়ে তাই এই ভারতীয় দলের অধিনায়কত্ব হার্দিকের হাতে তুলে দেওয়া হলে আখেরে তা লাভ হবে টিম ইন্ডিয়ার। উল্লেখ্য, গুজরাট টাইটান্সের হয়ে সফল হয়ে হার্দিক প্রমাণ করে দিয়েছেন তিনি অধিনায়ক হিসেবে কী করতে পারেন।

অলরাউন্ড পারফরমেন্সে সিদ্ধহস্ত

WI vs IND: টি-২০'র পর এবার ওয়ানডে'তেও ক্ষমতার হাতবদল টিম ইন্ডিয়ায়, হার্দিকের কাঁধে অধিনায়কত্বের স্থায়ী দায়িত্ব !! 1

হার্দিক টিম ইন্ডিয়ার একজন অভিজ্ঞ অলরাউন্ডার যা তার অধিনায়কত্বের দাবিকে আরও জোরালো করে তোলে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও কামাল করতে পারেন তিনি। বারবার ব্যাটে-বলে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এমনও দেখা গিয়েছে যে, ব্যাটিংয়ে বিশেষ কিছু দেখাতে না পারলেও, বোলিংয়ে যে কোন কীর্তি করে দেখানোর ক্ষমতা তার রয়েছে।

অধিনায়কত্ব করার সময় বল বা ব্যাট হাতে ভালো পারফর্ম করা বাকি খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, রোহিতের দিকে নজর দিলে দেখা যাবে, তার কেবল ব্যাটিং করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ ব্যাটিংয়ে ফ্লপ হওয়ার পর তার বডি ল্যাঙ্গুয়েজও খারাপ দেখাতে শুরু করে। হার্দিক দায়িত্ব নিলে সেই সমস্যাও মিটবে।

Also Read: WI vs IND: ‘ইয়ে তেরা নম্বর ইয়ে মেরা..’ ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে মজা করলেন ওয়াসিম জাফর ও আকাশ চোপড়া, ভিডিও হলো ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *