WI vs IND: অক্ষর প্যাটেলের কেরিয়ার নষ্ট করতে উঠেপড়ে লেগেছে রোহিত-দ্রাবিড়, ট্রফি জয়ের স্বপ্নে ঢালছে জল !! 1

WI vs IND: ২০২৩ সালের ক্রিকেট বেশ জমেই উঠেছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর হলেও ভারতীয় ক্রিকেট দলের কাছে এটি একটি দুঃস্বপ্নের থেকে কম নয়। সামনে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023) এর দিকে নজর রেখে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। আপাতত টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ টি ওডিআই ম্যাচের সিরিজ খেলছে। যেখানে প্রথম ওডিআই ম্যাচে, ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয় সুনিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু গতকাল দেখা গেল আবার একটি পরাজয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত হলো টিম ইন্ডিয়া।

Read More: “যেকোনো সময় ফিরে আসতে পারে…” হার্দিক পান্ডিয়াকে নিয়ে রবি শাস্ত্রীর বক্তব্যের জবাব দিলেন কপিল দেব !!

ভুল সিদ্ধান্তেই আসছে পরাজয়

WI vs IND
WI vs IND | Image: Getty Images

একাধিক ভুল সদ্ধান্তের জন্য গতকাল ম্যাচে পরাজিত হতে হয়েছিলপ টিম ইন্ডিয়াকে। তারমধ্যে একটি হলো অক্ষর প্যাটেলের (Axar Patel) ভুল ব্যাবহার। দুর্দান্ত ছন্দে থাকা অক্ষর প্যাটেলকে রিতিমতন দলের বাইরেই দেখা যাচ্ছে, ভারতের বাইরে টেস্ট বা সাদা বলের ক্রিকেটেও সুযোগ পেতে দেখা যায়না তাকে। ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হওয়া বর্ডার গাভাস্কার ট্রফিতে কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে বেশ দারুন পারফরমেন্স দেখিয়েছিলেন অক্ষর (Axar Patel) তবুও তাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ দেওয়া হয়নি এমনকি, প্রথম ওডিআই ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হয়নি।

রোহিত-দ্রাবিড়ের জন্য শেষ হচ্ছে অক্ষরের ক্যারিয়ার

Rohit Sharma and Rahul Dravid
Rohit Sharma and Rahul Dravid | Image: Getty Images

অবশেষে উইন্ডিজদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই (WI vs IND) ম্যাচে সুযোগ পেলেন অক্ষর প্যাটেল। তবে, ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই নষ্ট হচ্ছে তার ক্যারিয়ার। গতকাল, ব্যাটিং অর্ডারে বিস্তর পরিবর্তন করতে দেখা যায়। যেটা গতকালের ম্যাচেও দেখা গিয়েছে, আসলে গতকাল ভারতীয় দলের হয়ে তিন ও চার নম্বরে ব্যাটিং করতে নেমেছেন যথাক্রমে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। আর অন্য পজিশনে ব্যাটিং করতে এসে অক্ষর রান বানাতে হলেন ব্যার্থ। ৮ বল খেলে মাত্র ১রান বানিয়েছেন তিনি। এমনকি গতকাল কেবলমাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি। এমনকি ২ ওভারের মধ্যে ১ ওভার মেডেন ও দিয়েছেন তিনি। স্পিনিং উইকেটে ক্যাপ্টেন হার্দিক তাকে উপেক্ষা করলেন। অক্ষরকে উপযুক্ত সুযোগ না দিয়ে তার সাথে প্রতারণা করছেন রোহিত ও রাহুল দ্রাবিড়, আর এভাবেই ট্রফি জয়ের স্বপ্নে ঢালছে জল।

Read More: WI vs IND: শুভমান গিলের ব্যাটে অব্যাহত রান খরা, মোটির বলে উইকেট হারালেন ভারতীয় ওপেনার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *