WI vs IND: ডমিনিকাতে ভারতের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সামনে শুরুতেই নাস্তানাবুদ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে৷ এই ম্যাচে টস হারেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই ম্যাচে প্রথমে বোলিং করছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে, অশ্বিন বল করতে আসেন এবং এই ম্যাচে ২ উইকেট তুলে নেন তিনি। তার বোলিংয়ের হদিশই পাননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।
এই ম্যাচে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ১৩তম ওভারের পঞ্চম বলে তেজনারিন চন্দরপলকে আউট করেন তিনি। ৪৪ বলে ১২ রান করে ক্লিন বোল্ড হন চন্দ্রপল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ধাক্কাটিও দেন অশ্বিন। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দেন তিনি। ব্র্যাথওয়েট ৪৬ বলে ২০ রান করেন। অশ্বিনের এই পারফরমেন্স দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ওপর রেগে আগুন ফ্যানরা। তারা মনে করছেন, অশ্বিন দলে থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারতে হত না।
দেখুন টুইট চিত্র:
Not including #RavichandranAshwin in #WTCFinal is a very good decision by #TeamIndia, if he had included in WTC Final playing Xl then India would have been #Champion today and we would have been happy and BCCI never wants this.😭
— बुड़वक (@Me_Burbak) July 12, 2023
#RavichandranAshwin becomes the first Indian bowler to dismiss father-son duo in Test cricket. He picked up the wicket of Shivnarine Chanderpaul on his Test debut in 2011. 12 years later, Ashwin dismissed Chanderpaul’s son Tagnarine. A rare achievement for him. #WIvIND
— Hrishikesh Damodar (@HrishiDamodar) July 12, 2023
Ashwin strikes again.
2 wickets in five overs
WestIndies – 38/2#WIvIND #RavichandranAshwin pic.twitter.com/8lHcVghEs1
— Sports Junction (@sportsjunctlive) July 12, 2023