WI vs IND: আজ থেকে ডোমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল (WI vs IND)। ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের (WTC) শেষটা হার দিয়ে হয়েছে ভারতের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২০২৩-২৫ সাইকেলের সূচনাটা জয় দিয়েই করতে মরিয়া টিম ইন্ডিয়া। ২০০২-এর পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারে নি ভারত। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখতে বদ্ধপরিকর অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর সতীর্থরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিলো ভারতীয় অধিনায়ককে। কটাক্ষ শুনতে হয় শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি-সহ দলের বাকিদেরও। ওয়েট ইন্ডিজের বিরুদ্ধে তাই যাবতীয় তীর্যক মন্তব্যের জবাব দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দল।
ডোমিনিকায় ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং ঈশান কিষণের (Ishan Kishan)। টসে হেরে প্রথমে বোলিং করছে ভারতীয় দল। শক্তিশালী ভারতের বিরুদ্ধে সদ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ দল কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে কিনা সেদিকে নজর ছিলো সকলের। ম্যাচে অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েটের (Kraigg Braithwaite) সাথে উইন্ডিজের পক্ষে ওপেন করতে নেমেছিলেন কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপলের পুত্র তেজনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul)। ক্যারিবিয়ান ক্রিকেটের আশা ছিলো ওপেনারদের নিয়েই। কিন্তু অশ্বিনের (Ravichandran Ashwin) ঘূর্ণিতে দ্রুত সাজঘরের পথে ফিরলেন দুজনেই। প্রথমে তেজনারায়ণকে স্পিনের জাদুতে বোল্ড করেন ভারতীয় অফস্পিনার। এরপর ব্রেথওয়েটকে (Kraigg Braithwaite) ফিরিয়ে নিজের ৯৩টেস্টে ৪৭৬তম উইকেটটি নিলেন তিনি।
Read More: Asia Cup 2023: খাটলো না পিসিবির কোনো চাল, BCCI’এর ইচ্ছাতেই খেলতে হবে এশিয়া কাপ !!
উইন্ডিজের বিরুদ্ধে আগুনে ফর্মে অশ্বিন-
ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) , এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট বোলার। আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এর হিসেব অন্তত সেই কথাই বলছে। গত টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাইকেলে টিম ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশী উইকেট নেওয়ার কৃতিত্বও তাঁরই ছিলো। ছন্দে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা হয় নি তাঁর। এক স্পিনার রবীন্দ্র জাদেজার সাথে চার পেসারকে প্রথম একাদশে রেখেছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অধিকাংশ বিশেষজ্ঞই। ওভালের মত মাঠে অশ্বিনকে বাইরে রাখার মধ্যে যৌক্তিকতা খুঁজে পান নি তাঁরা। ব্যুমেরাং হয়ে ফেরে কোচ দ্রাবিড়ের এই ভাবনা। সমালোচনায় বিদ্ধ হতে হয় তাঁকে। বাদ যান নি অধিনায়ক রোহিতও।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ ভারত প্রথম একাদশে ফিরিয়েছে অশ্বিনকে (Ravichandran Ashwin) । আর ডোমিনিকার মাঠে তেস্টের প্রথম সেশনেই বল হাতে মায়াজাল বিস্তার করে ভারতীয় সাজঘরে যেন বার্তা দিলেন তামিলনাড়ুর অফস্পিনার স্বয়ং। ওভালে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তে গলদ যে ছিলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। তেজনারায়ণ চন্দ্রপলের (Tagenarine Chanderpaul) রক্ষণ ভেদ করে তাঁকে বোল্ড করার কিছু পরেই তাঁর শিকার হন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট।
পিচের বাউন্সকে কাজে লাগিয়ে ব্রেথওয়েটকে (Kraigg Braithwaite) বোকা বানালেন অশ্বিন। ব্যাটের উপরের কোণায় স্পর্শ করে বল উঠে গিয়েছিলো আকাশে দিকে। কভারে দাঁড়ানো রোহিত শর্মা (Rohit Sharma) সহজেই বল তালুবন্দী করেন। উইন্ডিজ অধিনায়ক আউট হলেন ৪৬ বলে ২০ রান করে। আজকের ম্যাচের আগে উইন্ডিজের বিরুদ্ধে ৬০ উইকেট ছিলো অশ্বিনের। ডোমিনিকায় ম্যাচের প্রথম ঘন্টাতেই দুই উইকেট নিয়ে সেই সংখ্যাটা ৬২তে নিয়ে গেলেন তিনি।
দেখে নিন ব্রেথওয়েটের উইকেট’টি-