WI vs IND: আজ থেকে ক্যারিবিয়ান সফর শুরু করলো ভারতীয় দল। প্রথম টেস্টে ডোমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের ব্যবধানে শোচনীয় হারের পর উইন্ডিজ সফর দিয়েই মাঠে ফিরেছে ভারতীয় দল। প্রত্যাবর্তনের ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লক্ষ্যে ক্রিকেটাররা। অন্যদিকে ভালো ফল করতে বদ্ধপরিকত ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা। সেই হতাশা কাটিয়ে উঠতে ভারতের বিরুদ্ধে জয় ছাড়া রাস্তা নেই জেসন হোল্ডার (Jason Holder), ক্রেগ ব্রেথওয়েটদের (Kraigg Braithwaite)।
ডোমিনিকায় ভারতের বিপক্ষেই পড়েছে টসের মুদ্রা। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ব্রেথওয়েট (Kraigg Braithwaite)। উইন্ডসর পার্কের ইতিহাস বলছে প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অপেক্ষাকৃত সহজতর থাকে এখানে। কিন্তু পরিসংখ্যানকে বিশেষ আমল না দিয়েই প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ভারতের বিরুদ্ধে ২০০২-এর পর থেকে কোনো সাফল্য নেই ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দিনের খেলা যতটা গড়িয়েছে এখনও অবধি, তাতে ২০২৩-এ দাঁড়িয়েও ক্যারিবিয়ান দলের সাফল্যের আশা অত্যন্ত ক্ষীণ বলেই মনে হচ্ছে। দ্রুত একের পর এক উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে তাঁরা। রবার্টস, মার্শাল, গার্ণার-দের দেশে স্পিনের ভেলকি দেখিয়ে টিম ইন্ডিয়াকে চালকের আসনে বসিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। ওয়েস্ট ইন্ডিজ ওপেনার তেজনারায়ণ চন্দ্রপলকে (Tagenarine Chanderpaul) আউট করে এক নয়া রেকর্ড গড়লেন তিনি।
Read More: WI vs IND: ডোমিনিকায় টেস্টের প্রথম দিনেই পাল্লা ভারী ভারতের, চার উইকেট হারিয়ে লাঞ্চের আগেই ধুঁকছে উইন্ডিজ !!
পিতা-পুত্রকে আউট করে বৃত্ত সম্পূর্ণ করলেন অশ্বিন-
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় থাকবেন শিবনারায়ণ চন্দ্রপল (Shuvnarine Chanderpaul)। বাঁ-হাতি ব্যাটারের অধ্যবসায়, হার না মানা মনোভাব আর জমাট রক্ষণকে সমীহ করতেন প্রতিপক্ষের বোলাররা। ১৬৪ টেস্টে ১১৮৬৭ রান করেছেন তিনি। রয়েছে ৩০ শতরানও। এমনকি ভারতের বিরুদ্ধে ৭টি শতরান করার নজির রয়েছে তাঁর। ২০০২ সালে শেষ যখন ভারতকে হারিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ, সেই সিরিজেও তিনি ৩টি শতরান করেন। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে ভারত সফরে এসেছিলেন তিনি। তখন ২০১৩ সাল, কলকাতার ইডেন গার্ডেন্সে তরুণ অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) বলে পরাস্ত হতে হয়েছিলো চন্দ্রপলকে। ম্যাচের প্রথম ইনিংসে ৭৯ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি।
পিতা শিবনারায়ণ চন্দ্রপলের (Shivnarine Chanderpaul) পথ ধরেই ক্রিকেটজগতে পা রেখেছেন পুত্র শিবনারায়ণও। গায়ানার হয়ে পিতা-পুত্রের জুটি একসাথে মাঠেও নেমেছেন। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলে নিয়মিত তেজনারায়ণ (Tagenarine Chanderpaul)। বাবার মত মিডল অর্ডারে নয়, বরং ওপেনিং-এ বেশী স্বচ্ছন্দ তিনি। আজ ডোমিনিকায় ভারতের বিরুদ্ধে ইনিংসের সূচনা করতেও নেমেছিলেন তিনিই। কিন্তু দীর্ঘস্থায়ী হলো না বাইশ গজে তাঁর উপস্থিতি। ২০১৩ সালে শিবনারায়ণ চন্দ্রপলকে ইডেনে বোল্ড করার প্রায় দশ বছর পর উইন্ডসর পার্কে তাঁর পুত্র তেজনারায়ণকে (Tagenarine Chanderpaul) সাজঘরের রাস্তা দেখিয়ে যেনেক বৃত্ত সম্পূর্ণ করলেন অশ্বিন। বাঁ-হাতি তরুণ ব্যাটারের রক্ষণ ভেঙে স্টাম্প উড়িয়ে দেয় অশ্বিনের ডেলিভারি। শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট যখন নিয়েছিলেন অশ্বিন (Ravichandran Ashwin), তখন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের বয়স মাত্র দুই। আর আজ পুত্র তেজনারায়ণকে ফিরিয়ে নিজের ৪৭৫তম টেস্ট উইকেটটি ঝুলিতে পুরলেন তিনি।
দেখে নিন তেজনারায়ণের উইকেটটি-
Also Read: WI vs IND: “ও থাকলে হারতাম না…”, অশ্বিনের বোলিং দেখে টেস্ট ফাইনালের হার নিয়ে হাহুতাশ নেটিজেনদের !!