বৃহস্পতিবার, ৩ অগাস্ট থেকেই শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (WI vs IND) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই সিরিজ হারের পর মরিয়া হয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ় মরিয়া হয়ে উঠেছিল। টেস্ট এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma) থাকলেও, টি-টোয়েন্টিতে কিন্তু হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে তুলনামূলক তরুণ এবং অনভিজ্ঞ ভারতীয় দলই উইন্ডিজদের মুখোমুখি হয়েছে। গতকাল, টিম ইন্ডিয়াই নিজেদের ২০০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে। আর এই ম্যাচে উইন্ডিজের কাছে পরাজিত হতে হলো টিম ইন্ডিয়াকে। ১৫০ রান তুলতেই ব্যার্থ হয় টিম ইন্ডিয়া এবং ৪ রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
Read More: WI vs IND: “দলগত প্রচেষ্টার ফসল এই জয়…” ম্যাচের সেরা হয়ে জানালেন জেসন হোল্ডার !!
ভালো সূচনা দেয় ওয়েস্ট ইন্ডিজ
গতকাল ম্যাচে (WI vs IND), টস জিতল ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও উইন্ডিজ দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। দীর্ঘ সময় পর, ভারতীয় দলে ফিরে আসা জুজুভেন্দ্র চাহলের ফিরকির সামনে বিফলে যায় উইন্ডিজ ওপেনাররা। দুই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্র্যান্ডন কিং শুরুটা দুরন্তভাবে করেছিলেন।
দ্রুত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ

অপরদিকে, ৭ বল খেলেও শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন কাইল মায়ার্স। এমনকি, ওপেনার কিংকেও সাজঘরে ফেরান চাহাল। পাওয়ার প্লের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৪/২। চাহলের করা পঞ্চম ওভারে কাইল মায়ার্স এক ও ব্র্যান্ডন কিংকে ২৮ রানে সাজঘরে ফেরান।
ভারতীয় দল উইন্ডিজের থেকে এগিয়ে
ভারতীয় দলকে ম্যাচের তৃতীয় সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। এই ম্যাচে অভিষেক ঘটানো তিলক ভার্মা দৌড়ে এসে একটি অসাধারণ ক্যাচ লোপেন এবং প্যাভিলিয়নে ফেরান ইনফর্ম জনসন চার্লসকে। ৩ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন তিনি। সাজঘরে ফেরত পাঠালেন। এমনকি ওই ওভারেই রোভম্যান পাওয়েলের বিরুদ্ধে এলবিডব্লুর আপিল করা হলে আম্পায়ার নট আউট দেওয়ায় ভারতীয় দল ডিআরএস নেয়। তবে নট আউটই থাকেন তিনি। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬১ রান বানায় ৩ উইকেট হারিয়ে।
পুরান ও পাওয়েল ১ মধ্যে গড়ে ওঠে পার্টনারশিপ
উইন্ডিজ দলকে আবার জয়ের পথে ফেরান ক্যাপ্টেন পাওয়েল ও পুরান। তবে, কুলদীপ যাদবের বলে রোভম্যান পাওয়েল একটি কঠিন ক্যাচ তুলেছিলেন। শুভমন গিল পিছন দিকে দৌড়ে গিয়েও ক্যাচ ধরতে পারেননি। জীবনদান পান ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৬ রান বানিয়ে ফেলে ৩ উইকেটের বিনিময়ে।
সম্মানজনক স্কোর বানায় উইন্ডিজ

২০ ওভার পর্যন্ত ব্যাটিং করে উইন্ডিজ দল। শেষ ৬ ওভারে ৯ রান প্রতি ওভারে রান বানিয়ে ফেলে উইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়। ক্যারিবিয়ানদের হয়ে অধিনায়ক রোভম্যান পাওয়েল সর্বাধিক ৪৮ রান করেন। ৪১ রান করেন নিকোলাস পুরান।
সূচনা দিতে ব্যর্থ গিল
দুই ভারতীয় ওপেনার শুভমন গিল ও ঈশান কিষাণ অত্যন্ত মন্থর গতিতেই ইনিংসের শুরুটা করেছিলেন। শেষমেশ রানের গতি বাড়াতে গিয়ে উইকেটই হারিয়ে বসলেন গিল। আকিল হোসেনের বলে ৩ রানে স্টাম্প আউট হলেন গিল। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১০/১।
আবার একবার টি টোয়েন্টিতে ব্যর্থ ঈশানও
শুভমন গিল ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পাশাপাশি, ওপেনার ঈশান কিষাণও বড় রান করতে ব্যার্থ। ওবেদ ম্যাকয়-এর বলে ৬ রানে আউট হলেন তিনি । ৫ ওভার শেষে ভারতের স্কোর ২৮/২। ১৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ বিপাকেই পড়েছে টিম ইন্ডিয়া।
বিধ্বংসী ব্যাটিং করলেন তিলক-সূর্য
ব্যাটে নেমে নিজের অভিষেক ম্যাচেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদবের সাথে জুটি বেঁধে ৭ ওভার শেষে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ২১ বলে ২১ করেন স্কাই এবং ২২ বলে ৩৯ রান করে আউট হলেন তিনি।
হার্দিক-সঞ্জু আউট হলে ম্যাচ ফসকে যায়

১৯ বলে মাত্র ১৯ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১১৩ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। এবং তার পরেই ১২ বলে ১২ বানিয়ে প্যাভিলিয়নে ফিরলে জয় পাকা হয়ে যায় উইন্ডিজের। ভারতকে ম্যাচ জিততে বেশ কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শেষ ১২ বলে জিততে হলে আরও ২১ রানের প্রয়োজন ছিল। তবে ৯ উইকেট হারিয়ে ১৪৫ বানায় টিম ইন্ডিয়া।