WI vs ENG: গতকাল বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড (WI vs ENG)। সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো ক্যারিবিয়ান দল। টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শে হোপ (Shai Hope)। গতির ধাক্কায় শুরুর দিকে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিলো স্বাগতিক দেশ। উইল জ্যাকস (Will Jacks), জর্ডান কক্স (Jordan Cox), জেকব বেথেল (Jacob Bethell) এবং অধিনায়ক লিয়াম লিভিংস্টন-কেউই দশের গণ্ডী টপকাতে পারেন নি। প্রত্যাঘাত শুরু করেন ফিল সল্ট (Phil Salt)। উইকেটরক্ষক ব্যাটার করেন ৭৪ রান।
এরপর লোয়ার অর্ডারে স্যাম কারান (Sam Curran), ড্যান মুসলি (Dan Mousley), জেইমি ওভারটন, জোফ্রা আর্চারদের (Jofra Archer) বেশ কিছু কার্যকরী ইনিংসের সুবাদে ৫০ ওভারে ২৬৩ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম্যান্স ক্যারিবিয়ানদের। ওপেনার ব্র্যান্ডন কিং (Brandon King) ও তিনে নামা কেসি কার্টির (Kacey Cartey) জোড়া শতরানে ৭ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটের ব্যবধানে তারা হারায় ইংল্যান্ডকে। বার্বাডোজের মাঠে ‘মেন ইন মেরুন’-এর সিরিজ (WI vs ENG) জয় নয়, বরং এই ম্যাচ স্মরণে থেকে যাবে আলঝারি জোসেফের (Alzharri Joseph) মেজাজ হারানোর কারণে।
Read More: জন্মদিনের পরেই কোহলির হলো ‘বিরাট’ ক্ষতি, গড়লেন লজ্জার নজির !!
ক্ষোভে ফেটে পড়েন আলঝারি জোসেফ-
বার্বাডোজের মাঠে বেনজির ঘটনা ঘটতে দেখা গেলো গতকাল। জেন্টলম্যানস গেমে শেষ এমন কিছু কবে দেখা গিয়েছে তা মনে করতে সমস্যায় পড়তে হচ্ছে ক্রিকেটপ্রেমীদেরও। ম্যাচের চতুর্থ ওভারে বোলিং করছিলেন এক্সপ্রেস পেসার আলঝারি জোসেফ (Alzharri Joseph)। অধিনায়ক শে হোপের (Shai Hope) সাজিয়ে দেওয়া ফিল্ডিং মোটেই মনঃপুত হয় নি তাঁর। ওভার শুরুর আগেই আলঝারিকে দেখা গিয়েছিলো দুই স্লিপের দিকে তাকিয়ে হাত নাড়তে। অসন্তোষ ব্যক্ত করার পরেও পছন্দের ফিল্ডিং পান নি তিনি। সেই অবস্থাতেই বোলিং শুরু করেন। চতুর্থ ডেলিভারিতে কক্স’কে (Jordan Cox) আউট করেন আলঝারি। সতীর্থদের সাথে সেলিব্রেশনে অংশ নেন নি তিনি। বরং তাঁকে দেখা যায় নিজের দলেরই অধিনায়ক শে হোপের সাথে কথা কাটাকাটিতে জড়াতে।ওভার শেষ করার পরও ক্ষোভ কমে নি আলঝারি জোসেফের। তিনি সটান মাঠ ছেড়ে চলে যান সাজঘরে।
ঘটনার আকস্মিকতায় পরিবর্ত ফিল্ডার নামাতেও যেন ভুলে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ দল। পরবর্তী ওভারে ১১ জন নয়, বরং ১০ জন ফিল্ডার মাঠে উপস্থিত ছিলেন ক্যারিবিয়ান জার্সিতে। আলঝারির (Alzharri Joseph) বিকল্প হিসেবে এরপর মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন হেডেন ওয়ালশ জুনিয়র (Hayden Walsh Jr.)। কিন্তু তিনি ‘বিব’ খোলামাত্র তাঁকে থামিয়ে ফের সতীর্থদের সাথে যোগ দেন খোদ আলঝারিই। প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার মার্ক বুচার মাঠে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার হিসেবে। আলঝারি’র আচরণে বিরক্ত তিনি। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, “একজন অধিনায়ক অথবা একজন খেলোয়াড় হিসেবে মতপার্থক্য হতেই পারে। কিন্তু সেটা বন্ধ দরজার ওপারে মিটিয়ে নিতে হয়, অথবা নিজের কাজ করে যেতে হয়। ক্যাপ্টেন যদি ফিল্ডিং সাজিয়ে আপনাকে বোলিং করতে বলেন, তাহলে সেটাই করা উচিৎ।”
দেখে নিন ঘটনার ভিডিও-
🚨 10 FIELDERS ON THE FIELD. 🚨
– Alzarri Joseph was angry with the field settings, bowls an over, takes a wicket and leaves the field for an over due to which WI were with just 10 fielders. 🤯 pic.twitter.com/ZN44XxG8Uk
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 7, 2024
Also Read: সিরাজ-সরফরাজ বাদ, আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য প্রকাশ্যে আসলো ভারতীয় দলের স্কোয়াড !!