৩) দীনেশ কার্তিক
প্রাক্তন ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান দীনেশ কার্তিক আইপিএল দল কে কে আর কে বহু আইপিএল সেসন নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু কে কে আর টীম ম্যানেজমেন্ট তাকে সরিয়ে ইংলিশ ব্যাটসম্যান আয়ন মরগ্যান এর হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়। মরগ্যান সেই ভাবে কে কে আর এর হয়ে দায়িত্ব সামলাতে পারছেন না তা আমরা স্পষ্টত দেখতেই পেয়েছি। তাই দীনেশ কার্তিক হয়তো আইপিএল এর নতুন দুটি দলের একটিতে অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেন বলে মনে করা হচ্ছে।