ক্রিকেট ভারতের আবেগের সঙ্গে মিশে আছে। আন্তর্জাতিক মঞ্চে যখন ব্লু ব্রিগেডরা মাঠে নামে সমগ্র দেশ তাদের সমর্থন করে। চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ইতিমধ্যেই জয় দিয়ে যাত্রা শুরু করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল। আজ তারা হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট ও রাজনৈতিক মহলে চলছে বিতর্কের ঝড়। ইতিমধ্যেই অসংখ্য ক্রিকেট ভক্ত ভারত-পাক মহারণকে বয়কট করবেন বলে জানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন পর্যন্ত করা হয়েছে। ফলে যদি ব্লু ব্রিগেডরা এই ম্যাচ বয়কট করে তাহলে কী হবে জেনে নেওয়া যাক।
Read More: IND vs PAK: পাকিস্তানকে হালকাভাবে নেওয়া উচিত নয়, থাকছে ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কা !!
হতে পারে ম্যাচ বয়কট-

কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটেছে। এর ফলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের (WCL) মঞ্চে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটারদের বয়কট করেন। ফলে গ্রুপ পর্বের ম্যাচ সহ সেমিফাইনালেও মাঠে নামেনি তারা। এর মধ্যেই এবার এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে মাঠে নামতে চলেছে দুই দেশের জাতীয় দল।
ফলে ম্যাচ শুরুর আগেই বয়কটের আওয়াজ উঠেছে। সূত্র অনুযায়ী সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল আজ পাকিস্তানের বিপক্ষে নাও মাঠে নামতে পারে। ভারতের একাধিক রাজনৈতিক সংগঠনের উচ্চপদস্থ নেতৃত্বরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারেনা বলে তারা উল্লেখ করেছেন। ফলে পরিস্থিতি যেদিকে যাচ্ছে বয়কটের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা।
বয়কট হলে কী হবে?

আজ এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ ‘এ’তে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মাঠে নামার কথা রয়েছে। এই গ্রুপে বর্তমানে ব্লু ব্রিগেডরা ২ পয়েন্ট এবং +১০.৪৮ নেট রান নেট নিয়ে শীর্ষে রয়েছে। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে +৪.৬৫০ নেট রান রেটের সঙ্গে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাক বাহিনী। যদি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) এই ম্যাচ বয়কট করে তাহলে পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে।
৪ পয়েন্ট নিয়ে সালমান আলী আগারা (Salman Ali Agha) তখন গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় প্রথমে পৌঁছে যাবে। তবে ভারতের কাছে এশিয়া কাপের সুপার ৪’এ পৌঁছানোর সমস্ত সুযোগ থাকবে। সুপার ৪’ও ব্লু ব্রিগেডরা পাক বাহিনীদের বয়কট করলে ফাইনালে পৌঁছানোর রাস্তা থাকছে। ফাইনালেও একই রকম পরিস্থিতি হলেও তখন পাকিস্তানকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে দেওয়া হবে। ফলে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের ভবিষ্যত কোন দিকে পৌঁছায় এখন সেটাই দেখার।