গোদের উপর বিষফোঁড়া, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তারকা পেসার গেলেন ছিটকে !! 1

এশিয়া কাপে দুরন্ত ফর্মে থেকে ট্রফি জয় করার পর আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে শেষ টেস্ট সিরিজে শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) নতুন চক্রের যাত্রা শুরু করেছে ব্লু ব্রিগেডরা। এবার ওয়েস্ট ইন্ডিজদের (India vs West Indies Test Series) বিপক্ষে ঘরের মাঠেও নিজেদের দাপট বজায় রাখতে চাইছে বিসিসিআই (BCCI)। ইতিমধ্যেই এই সিরিজের জন্য শক্তিশালী দল প্রকাশ করেছেন কর্মকর্তারা। তবে এর মধ্যেই তারকা পেসার চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন। যা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে দল।

Read More: এশিয়া কাপে ব্যর্থ শুভমান গিল টি-২০ থেকে পড়ছেন বাদ, সহ অধিনায়ক হিসাবে দায়িত্বে এই তারকা !!

ছিটকে গেলেন তারকা পেসার-

গোদের উপর বিষফোঁড়া, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তারকা পেসার গেলেন ছিটকে !! 2
Alzarri Joseph | Images: Getty Images

২ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (IND vs WI) বিপক্ষে শুরু হতে চলেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে রোস্টন চেজ (Roston Chase) ক্যারিবিয়ানদের নেতৃত্বের দায়িত্ব রয়েছেন। কিন্তু ব্লু ব্রিগেডদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের একের পর এক তারকা ক্রিকেটার চোটের কারণে ছিটকে যাচ্ছেন। সামার জোসেফের (Shamar Joseph) পর এবার আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন আলজারি জোসেফ (Alzarri Joseph)।

এই তারকা পেসার এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৪০ টি টেস্ট ম্যাচে ১২৪ টি উইকেট সংগ্রহ করেছেন। ফলে তার ভারতের বিপক্ষের না থাকা ক্যারিবিয়ানদের অনেকটাই চাপের মধ্যে রাখবে। অন্যদিকে পরিবর্ত ক্রিকেটার হিসাবে জেসন হোল্ডারকে (Jason Holder) দলে আনার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন কর্মকর্তারা। কিন্তু হোল্ডার আসন্ন এই সিরিজ চিকিৎসা সংক্রান্ত কারণে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। আলজারি জোসেফের বদলে দলে এসেছেন তরুণ তারকা জেডিহা ব্লেডস (Jediah Blades)।

ভারতীয় দলে একাধিক পরিবর্তন-

গোদের উপর বিষফোঁড়া, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই তারকা পেসার গেলেন ছিটকে !! 3
ENG vs IND | Image: Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন করা হয়েছে। চোটের কারণে এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই ঋষভ পান্থ (Rishabh Pant)। ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনি বাদ পড়েছেন। দলের হয়ে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এর সঙ্গেই দলের সহ অধিনায়ক হিসাবে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) বেছে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর বাদ পড়েছেন করুন নায়ার (Karun Nair)।

তার জায়গায় দেবদত্ত পাড্ডিকালকে (Devdutt Padikkal) বেছে নিয়েছেন নির্বাচকরা। এই তরুণ ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন‌ও পর্যন্ত ৪৬ ম্যাচে ৩ হাজারের ওপর রান সংগ্রহ করেছেন। এর আগে ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা। অন্যদিকে এশিয়া কাপে একেবারেই ছন্দে ছিলেন না জসপ্রীত বুমরাহ‌ (Jasprit Bumrah)। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলার পর‌‌ই আবারও তিনি টেস্ট সিরিজে ফিরে এসে কতটা দলের হয়ে প্রভাব ফেলতে পারেন এখন সেটাই দেখার।

প্রকাশিত ভারতীয় দল-

শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, এন জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব

প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজ দল-

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজে, জন ক্যাম্পবেল, ট্যাগেনারিন চন্দরপল, জাস্টিন গ্ৰিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, অ্যান্ডরসন ফিলিপ, খারি পিয়েরে, জেডন সিলস, জেডিহা ব্লেডস

Read Also: সূর্যকুমারকে নকল করতে গিয়ে বিপাকে পাক অধিনায়ক সালমান, ম্যাচ ফি দিলেন জঙ্গিদের হাতে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *