ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় দেশের নতুন প্রজন্মের কাছে বিশেষ বার্তা বয়ে নিয়ে এসেছে। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), জেমিমা রড্রিগেজরা (Jemimah Rodrigues) বহু তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এই মহিলা ক্রিকেটারদের বিভিন্নভাবে সন্মান জানানো হচ্ছে। রাজ্যগুলো থেকেও আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।বাংলায়ও উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে (Richa Ghosh) নিয়েও। এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষভাবে রিচাকে সন্মান জানানো হল।
Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!
রিচার বিশ্বকাপ জয়-

এই বছর মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল। তবে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করলেও মাঝে লিগ পর্বে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছিল ব্লু ব্রিগেডরা। ফাইনালে পৌঁছানোর আগে একাধিক হাইভোল্টেজ ম্যাচে লড়াই করতে হয়েছিল তাদের। সেমিফাইনালে শক্তিশালী কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার (India W vs Australia W) বিপক্ষে মাঠে নামে স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana)। এই ম্যাচে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) দুরন্ত শতরান হাঁকিয়ে দলকে আত্মবিশ্বাস দেন।
এই ম্যাচে রিচা ঘোষও (Richa Ghosh) গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ফাইনালে বাংলার এই কন্যা ১৪০ ওপর স্ট্রাইক রেটে ২৪ বলে ৩৪ রান করে দলকে লড়াইয়ে জায়গা করে দেন। এই বছর বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। ৮ ম্যাচে মেরেছেন ১২ টি ছয়। তার ব্যাট থেকে টুর্নামেন্টে এসেছে মোট ২৩৫ রান। উইকেটকিপার হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই বঙ্গ তনয়া।
রিচাকে সন্মান রাজ্য সরকারের-

বিশ্বকাপ জয়ের পর প্রতিটি মহিলা তারকাকে রাজ্য সরকারের পক্ষ থেকেও সম্মাননা দেওয়া হচ্ছে। এবার রিচা ঘোষকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের বাবা মানবেন্দ্র ঘোষ নিজেই এই খবর জানিয়েছেন। তবে কোন পদের জন্য প্রস্তাব এসেছে তা এখনও জানা যায়নি। রিচার বাবা বলেন, “এই প্রস্তাব সে গ্রহণ করবে কিনা আমি জানি না। কাল ও রাজ্যে ফিরছে। তারপর বিস্তারিত কথা হবে।” অন্যদিকে সিএবির (CAB) পক্ষ থেকে শিলিগুড়ির এই মেয়েকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ৮ অক্টোবর শনিবার এই বিশ্বকাপ জয়ী তারকাকে ইডেন গার্ডেন্সে সম্মান জানানো হবে। রিচার হাতে তুলে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) সই করা গোল্ডেন ব্যাট ও বল।