ভারতের মতো দেশে মহিলারাও প্রতিটি ক্ষেত্রে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেন। এই বছর মহিলাদের বিশ্বকাপে (Women’s ODI WC 2025) হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) ট্রফি জয় করে নতুন ইতিহাস রচনা করেছে। তাদের সাফল্যকে স্মরণীয় করে রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে বিসিসিআই (BCCI)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পর্যন্ত আলাদাভাবে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক রাজ্য সরকারের পক্ষ থেকেও কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যমে নতুন প্রজন্মের মহিলা ক্রিকেটাররাও উৎসাহ পাচ্ছেন। কিন্তু রিচা ঘোষের (Richa Ghosh) জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পুরষ্কার ঘোষণা করা হয়নি।
Read More: TOP 10: ভারতীয় ১০ ক্রিকেটার যাদের গার্লফ্রেন্ডের রূপের আগুন বলিউড নায়িকাদের পিছনে ফেলেছে !!
ভারতের ঐতিহাসিক ট্রফি জয়-

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় পুরুষ দল ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও ট্রফি জয় করতে পারেনি। তবে স্মৃতি মান্ধানারা (Smriti Mandhana) এই বছর ঘরের মাঠে ভক্তদের স্বপ্ন পূরণ করেছেন। শ্রীলঙ্কা এবং ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে প্রথম থেকে ব্লু ব্রিগেডরা বড়ো ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করেছিল। মাঝে কয়েকটা ম্যাচে হারলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।
এই ম্যাচে জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues) দুরন্ত শতরান হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে দীপ্তি শর্মা (Deepti Sharma), শেফালি বর্মারা (Shafali Verma) রীতিমতো জ্বলে ওঠেন। ব্যাট হাতে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গে বল হাতেও প্রভাব ফেলেন তারা। দীপ্তি একাই ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। এর ফলে প্রথমবারের মতো ভারত শেষ পর্যন্ত ৫২ রানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করে।
বঞ্চিত রিচা ঘোষ-

বিশ্বকাপ ট্রফি জয়ের পর বিসিসিআই (BCCI) মহিলা ক্রিকেটারদের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়াও স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), জেমিমা রড্রিগেজ এবং রাধা যাদবকে (Radha Yadav) ২.২৫ কোটি টাকা করে দেবে মহারাষ্ট্র সরকার। ক্রান্তি গৌড়কে (Kranti Goud) মধ্যপ্রদেশ সরকার এবং রেণুকা সিংকে (Renuka Singh) হিমাচল প্রদেশ সরকার যথাক্রমে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। উত্তরপ্রদেশ সরকার দীপ্তি শর্মাকে দিচ্ছে ১.৫ কোটি টাকা।
কিন্তু বাংলার মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) এই বছর বিশ্বকাপে দেশের নাম উজ্জ্বল করলেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পুরষ্কার ঘোষণা করা হয়নি। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে চর্চা অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গ থেকেই সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), ঝুলন গোস্বামী (Jhulan Goswami) ক্রিকেট জগতে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফলে রিচার বিষয়ে এই বঞ্চনা অনেকেই মনে নিতে পারছেন না।
তবে ৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে সিএবির (CAB) পক্ষ থেকে এই বিশ্বকাপ জয়ী তারকাকে সম্মান জানানো হবে। শিলিগুড়ির এই মেয়ের হাতে তুলে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলী এবং ঝুলন গোস্বামীর সই করা গোল্ডেন ব্যাট ও বল। উল্লেখ্য এই বছর বিশ্বকাপে রিচা ৮ ম্যাচে ২৩৫ রান সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন।