অস্ট্রেলিয়া যদি স্লেজিং করে তো ইঁটের জবাব পাথর দিয়ে দেবে ভারত: বিরাট কোহলি
Kanpur: India's Captain Virat Kohli addressing a press conference during the practice session at Green Park in Kanpur on Wednesday. PTI Photo by Atul Yadav(PTI9_21_2016_000025B)

ভারতের অস্ট্রেলিয়া সফর ২১ নভেম্বর থেকে শুরু হবে। এই সফরে স্লেজিং হওয়া একদম নিশ্চিত মনে করা হচ্ছে। এই মধ্যে অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে বিরাট কোহলি স্লেজিং নিয়ে এক বড় বয়ান দিয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পরিস্কার করে দিয়েছেন যে আমরা করব না স্লেজিংয়ের শুরুয়াত, কিন্তু অস্ট্রেলিয়া যদি করে তো জবাব দেব।

স্লেজিংয়ের শুরুয়াত আমাদের তরফ থেকে হবেনা

অস্ট্রেলিয়া যদি স্লেজিং করে তো ইঁটের জবাব পাথর দিয়ে দেবে ভারত: বিরাট কোহলি 1
SOUTHAMPTON, ENGLAND – AUGUST 29: India captain Virat Kohli speaks to the media before India nets ahead of the 4th Test Match against England at The Ageas Bowl on August 29, 2018 in Southampton, England. (Photo by Stu Forster/Getty Images)

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে এই সিরিজে হতে চলা স্লেজিং নিয়ে বলেন, “ স্লেজিং এমন একটা জিনিস, যা থেকে আমরা দূরে থাকতে চাই আর খালি আমাদের খেলার দিকে ধ্যান দিতে চাই। একজন অধিনায়ক হিসেবে আমি এই সমস্ত ব্যাপারে পড়তে চাইনা। হ্যাঁ, আমি প্রথম অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের স্লেজিংয়ের জবাব দিয়েছি, কিন্তু সত্যি বলতে কি আমি এই সমস্ত ব্যাপার চাইনা। আমি নিজের এবং নিজের পুরো দলের ধ্যান খালি খেলার দিকেই দিতে চাই। যদি অস্ট্রেলিয়া দল স্লেজিং না করে, তো আমরা খুশি আর আমাদেরও স্লেজিং কোনও প্রয়োজন নেই, কিন্তু ওরা যদি স্লেজিং করে তো আমাদের এটার জবাব দিতে হবে। যদি ওরা স্লেজিং করে তো কোথাও না কোথাও আমাদের তার জবাব দেওয়ার প্রয়োজন হতে পারে। নিশ্চিতভাবে স্লেজিংয়ের শুরুয়াত আমাদের তরফ থেকে হবেনা। আমারা এই উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সফরে যেতে চাই না”।

আমাদের একমাত্র উদ্দেশ্য ভারতীয় ক্রিকেটকে আগে নিয়ে যাওয়া
অস্ট্রেলিয়া যদি স্লেজিং করে তো ইঁটের জবাব পাথর দিয়ে দেবে ভারত: বিরাট কোহলি 2
বিরাট কোহলি আগে নিজের বয়ানে বলেন,

“ বর্তমানে আমাদের সকলের একমাত্র উদ্দেশ্য ভারতীয় ক্রিকেটকে আগে নিয়ে যাওয়া। আমরা একটি দল হিসেবে সঠিক দিকে এগোচ্ছি। আমাদের সকলের জন্য একমাত্র মানদন্ড এটা ভারতের ব্যাচ। আমরা সকলে এর জন্য কাজ করছি। সেই একদিন শেষ হয়ে হয়ে যাবে, আমিও একদিন খেলা শেষ করে ফেলব, কিন্তু ক্রিকেট থাকবে আর ভারতীয় ক্রিকেট চালু থাকবে। আমরা খালি যোগদান দিচ্ছি”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *