ভারতীয় ক্রিকেটের আকাশে গত এক দশকে উজ্জ্বলতম জ্যোতিষ্ক হিসেবে জ্বলজ্বল করেছেন যিনি, তিনি বিরাট কোহলি (Virat Kohli)। ২০০৮ সালে অধিনায়ক হিসেবে অনূর্দ্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয় দিয়ে সংবাদমাধ্যমের খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তারপর থেকে কেটে গিয়েছে প্রায় দেড় দশক। বিন্দুমাত্র ফিকে হয় নি কোহলি (Virat Kohli) ম্যানিয়া। আসমুদ্র হিমাচলকে নিজের ব্যাটিং-এর তালে দুলিয়েছেন তিনি। বহু কঠিন ম্যাচে একার কাঁধে দায়িত্ব নিয়ে এনে দিয়েছেন জয়। জিতেছেন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাট হাতে ভেঙেছেন বহু রেকর্ড, বহু নতুন রেকর্ড তৈরি করেছেন বাইশ গজে। ভক্তদের থেকে আদায় করে নিয়েছেন ‘কিং কোহলি’ ডাকনাম।
অধিনায়ক হিসেবেও ভারতীয় ক্রিকেটকে সোনালী সময় উপহার দিয়েছেন তিনি। গত দশকের বেশ কিছুটা সময় আগ্রাসন হারিয়েছিলো ‘টিম ইন্ডিয়া।’ বিরাটের নেতৃত্বেই ফিরে আসে সেই আগ্রাসন। নেতা হিসেবে পেস বোলিং-এ জোর দেওয়ার কথা বারবার বলেছেন তিনি। কোহলির আগ্রাসী মানসিকতার ফসল হিসেবেই নিজেদের মেজে, ঘষে আরও ধারালো করেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিরা। বিশেষত টেস্ট ক্রিকেটে একটানা বেশ কিছু বছর ভারতকে পয়লা নম্বরে রাখতে পেরেছিলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli) । অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আসার কৃতিত্ব’ও তাঁর। নিজের ব্যাটিং এবং আগ্রাসনের মাহাত্ম্যেই কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি কোটি ভক্তের নয়মণি হয়ে উঠেছেন তিনি। গতকাল ট্যুইটারে প্রিয় তারকার প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করলেন অনুরাগীরা।
Read More: IPL জিততে এবার মরিয়া বেঙ্গালুরু, দুই সদস্যের সাথে দীর্ঘ সম্পর্ক ত্যাগ করলো বিরাটদের ফ্র্যাঞ্চাইজি !!
মুহূর্তে ট্যুইটারে ট্রেন্ডিং বিরাট কোহলি-
ভারতের সিনিয়র দলের হয়ে বিরাট কোহলির (Virat Kohli) পথচলা শুরু হয়েছিলো ২০০৮ সালে। সদ্য উনিশ পেরোনো যুবা এখন পায়ে পায়ে পেরিয়েছেন ৩৪ বসন্ত। টিম ইন্ডিয়ার ক্রিকেটার হিসেবেই কাটিয়ে ফেলেছেন দেড় দশক। লম্বা কেরিয়ারে ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়েছে। ১১০ টেস্টে করেছেন ৮৫৫৫ রান। ব্যাটিং গড় ৪৮.৮৯। রয়েছে ২৮ শতরান। একদিনের ক্রিকেটে ২৭৪ ম্যাচে প্রায় ৫৮ গড় এবং ৪৬ শতরান সহ করেছেন ১২৮৯৮ রান।
কুড়ি-বিশের ক্রিকেটেও বিশ্বের সফলতম ব্যাটার তিনিই। ১১৫ ম্যাচে ১টি শতরান এবং ৩৭ অর্ধশতক-সহ করেছেন ৪০০৮ রান। একমাত্র ব্যাটার হিসেবে তিন ফর্ম্যাটেই বিশ্ব র্যাঙ্কিং-এ শীর্ষে থাকার রেকর্ড গড়েছেন তিনি। বাইশ গজের সাফল্যের থেকেও তাঁর সবচেয়ে বড় সাফল্য সম্ভবত মানুষের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নেওয়া। একসময় বলা হত শচীন (Sachin Tendulkar) ভালো খেললে শান্তিতে ঘুমোয় ভারত। কথাটা প্রযোজ্য কোহলির জন্যও।
ইন্সটাগ্রামে ২৫৫ মিলিয়ন ফলোয়ার তাঁর। ট্যুইটারে ভক্তসংখ্যা ৫৭ মিলিয়ন। সোশ্যাল মিডিয়ার লড়াইতে নেইমার, কিলিয়ান এম্বাপে বা লেব্রন জেমসদের মত বিশ্ববরেণ্য অ্যাথলিটদেরও ঢের পিছনে ফেলেছেন তিনি। ২০১৯ থেকে ২০২২ অবধি যখন মাঠে ব্যাট হাতে কঠিন লড়াই করতে হচ্ছিলো কোহলিকে, দেখছিলেন না রানের মুখ, তখন শত সমালোচনার মাঝেও প্রিয় তারকার হয়ে জোর সওয়াল করে গিয়েছেন এই কোটি কোটি ভক্তরাই।
এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে বিরাট ফর্মে ফেরায় তিনি নিজে যতটা চাপমুক্ত হয়েছিলেন, ঠিক ততটাই হাঁফ ছেড়ে বেঁচেছিলেন তাঁর অনুরাগীরাও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন কোহলি। তাঁর আগে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে WE LOVE YOU KOHLI লিখে ট্যুইটার ভরালেন ভক্তেরা। ট্যুইটের স্রোতে মাত্র ৪০ মিনিটেই ট্রেন্ডিং হয়ে যায় এই শব্দবন্ধ।
দেখুন ট্যুইট চিত্র-
Why WE LOVE YOU KOHLI is trending? pic.twitter.com/2pm7O35lA2
— Dennis🕸 (@DenissForReal) July 17, 2023
yup , WE LOVE YOU KOHLI pic.twitter.com/nlHfhFXxGc
— Stuud (@Stuud_Souren) July 17, 2023
TRENDING NUMBER 3 IN SPORTS in 40 mins
Kohli FC is huge 👑
WE LOVE YOU KOHLIthanks for all the support but we have to become number 1 trending pic.twitter.com/H8cXGIA4yS
— jashh (@JashViratian82) July 17, 2023
WE LOVE YOU KOHLI
— king (@manudada111) July 17, 2023
TRENDING IN SPORTS 🔥
POWER OF VIRATIAN’S 👑
KEEP SPREADING 👍
WE LOVE YOU KOHLI pic.twitter.com/0RNvyPxPNs— 𝕍𝕀ℝ𝔸ℕ𝕊ℍℍ (@VIRANSHHVK18) July 17, 2023
The greatest of all time 🐐
The man the myth the legend
WE LOVE YOU KOHLI pic.twitter.com/TjGDUxdyDw
— Ayush 🇮🇳🚩 (@vkkings007) July 17, 2023
Few questions and trolls won’t change the fact that Virat Kohli is loved by millions in country, across border and worldwide.
WE LOVE YOU KOHLI pic.twitter.com/EW6Js4F6pP
— Pari (@BluntIndianGal) July 17, 2023
Rt this tweet if you love him❤️
WE LOVE YOU KOHLI pic.twitter.com/LaeEE3POwM
— Kohlified. (@123perthclassic) July 17, 2023
Also Read: Team India: ওয়ানডে দল থেকেও বাদ পড়ছেন রোহিত শর্মা, এই তরুণ তুর্কি নেবেন জায়গা !!