২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। বছরের শুরুতেই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে হয়েছিল শুরু। তবে এবছরর সবথেকে বড় আকর্ষণ ওডিআই বিশ্বকাপ (WC 2023)। আর এই বিশ্বকাপকে ঘিরে চলছে উন্মাদনা। আসলে, ১০ টি দল নিয়ে শুরু হবে বিশ্বকাপ। আর ৮ টি দল সরাসরি পৌঁছে গিয়েছে বিশ্বকাপে অংশ গ্রহন করার জন্য। তবে, বাঁকি দুই দলকে অংশগ্রহণ করতে খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ। আর জিম্বাবুয়েতে ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব চলছে যেখানে অংশ নেবো ১০ দল আর বেছে নেওয়া হবে ২ দলকে। ২০২৩ সালের এশিয়া কাপে নেপাল ক্রিকেট দল তাদের জায়গা নিশ্চিত করেছে।
Read More: World Cup 2023: বিশ্বকাপের ট্রফি জয় থেকে গেল অধরা, টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেল দল !!
সন্দীপ করে ফেললেন ‘বল অফ দ্য সেঞ্চুরি’
তারা এখন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জায়গা করে নিতে জিম্বাবুয়েতে গিয়ে কোয়ালিফায়ার খেলছে, এমনকি তাদের পারফরমেন্স বড় বড় দলদের টেক্কা দিচ্ছে। যদিও ৪ টি ম্যাচে ১ টি জয় পেয়েছে নেপাল এবং ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। তারই মধ্যে, নেপাল ক্রিকেট দলের অন্যতম বড় খেলোয়াড় হলেন সন্দীপ লামিছনে (Sandeep Lamichhane) তার পারফরম্যান্স ছিল অসাধারণ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। তার গুগলির সামনে নেদারল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যান অসহায় হয়ে পড়েছিলেন, যার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
২৪জুন, নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে (NEP VS NED) বিশ্বকাপ ২০২৩ বাছাই পর্বের খেলা হয়েছিল, সেখানে আবারো একবার কামাল করেন সন্দীপ লামিছনে। তার স্পিন দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আইসিসি তার একটি ভিডিও শেয়ার করেছে অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, সেখানে তিনি তার বোলিং নমুনা দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে যে সন্দীপ লামিছনের বলে প্রথমে বিক্রমজিৎ সিং এলবিডব্লিউ আউট হয়ে যান, তারপর রিভার্স সুইপ খেলার চেষ্টায় সরাসরি ফিল্ডারের হাতে ধরা পড়েন ওয়েসলি বারেসি।
ধর্ষণ কাণ্ডে জেল খেটেছেন সন্দীপ
সন্দীপ তার ১০ ওভারের স্পেলে ২/৬০ নিয়েছেন। বেশ কিছুদিন আগে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন সন্দীপ। বেশ কিছুমাস আগে, একজন ১৭ বছর বয়সী নাবালিকা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে এবং যার কারনে তার নামে আদালত একটি পরোয়ানাও জারি করেছিল। তবে, তাকে জামিন দিয়েছে কোর্ট এবং তিনি খেলেছেন এই টুর্নামেন্টের কোয়ালিফায়ার ম্যাচগুলি।