WC 2023: ভারতে না আসার বাহানা ফুরোচ্ছে না পাকিস্তানের, আহমেদাবাদের পর এই মাঠেই খেলতে মানা পাক বোর্ডের !! 1

WC 2023: বেশ কিছুদিন ধরেই ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে চলছে চর্চা। আসলে এইবছরে সেপ্টেম্বর মাসে শুরু হতো চলেছে এশিয়া কাপ। আর ওই এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানে ও শ্রীলঙ্কায়। তবে, কেবলমাত্র পাকিস্তানের মাটিতেই এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু BCCI’এর বিরোধিতার কারণে সম্ভব হলো না পাকিস্তানের ইচ্ছা। যেকারণে ভারত ব্যাতিত বাঁকি ৫ টি দল পাকিস্তানের মাটিতে ৪ টি ম্যাচ খেলবে এবং বাকি ৯ ম্যাচ খেলে হবে শ্রীলঙ্কাতে। আর তারপরেই, ভারতে এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ (WC 2023) নিয়ে আলোচনা চলছে। যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) টুর্নামেন্টের খসড়া সময়সূচি পাঠিয়েছে।

Read More: ASIA CUP 2023: এশিয়া কাপ থেকে ছুটি হলো পাকিস্তানের, এই দেশের মাটিতে বসবে জাকজমক আসর !!

ইন্দো-পাক ম্যাচটি হবে আহমেদাবাদে

IND VS PAK, WC 2023
IND VS PAK | Image: Getty Images

সেই অনুযায়ী, আগামী ১৫ ই অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পাকিস্তান পাঁচটি ভেন্যুতে লিগ পর্বের ম্যাচগুলি খেলবে। আহমেদাবাদে ভারতের ম্যাচ ছাড়াও চেন্নাই, বেঙ্গালুরু , কলকাতা ও হায়দরাবাদে খেলতে হবে। ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ খেলতে প্রথমে অস্বীকৃতি জানানো পাকিস্তান এখন চেন্নাই গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করছে। সূত্রের খবর অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি চেন্নাইতে না খেলা হয়ে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার দাবি জানিয়েছে তারা।

চেন্নাইতে খেলবে না পাকিস্তান

PAK VS AFG, WC 2023
PAK VS AFG | Image: Getty Images

তবে, পাকিস্তানের এমন মন্তব্যের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে, মনে করা হচ্ছে চেন্নাই পিচ সর্বদা স্পিনারদের সাহায্য করে থাকে আর শীর্ষমানের স্পিনার আছে আফগানিস্তান দলে যে কারণে ভয় পাচ্ছে দল। PCB’র মতে, ভারতীয় বোর্ড ইচ্ছা করেই আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ ওই ভেন্যুতে রেখেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচের কথা বলতে গেলে, তারা তাদের প্রথম ম্যাচটি অক্টোবর ৬ তারিখে খেলবে, তারা বাছাই পর্বের প্রথম দলের বিরুদ্ধে খেলবে, এরপর ১২ই অক্টোবর হায়দ্রাবাদে বাছাইপর্বের দ্বিতীয় দলের বিরুদ্ধে খেলবে। ১৫ তারিখ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে আহমেদাবাদে। পাশাপাশি, ২০ অক্টোবর পাকিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বেঙ্গালুরুতে, ২৩ অক্টোবর পাকিস্তান ও আফগানিস্তান খেলবে চেন্নাইতে। এরপর ২৭ অক্টোবর পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও চেন্নাইতে হবে। এছাড়া অক্টোবর ২১’এ পাকিস্তান বনাম বাংলাদেশ কলকাতাতে মুখোমুখি হবে। আর নভেম্বর মাসে ৫ তারিখে নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে বেঙ্গালুরুতে মুখোমুখি হবে দল। আর শেষমেশ ১২ নভেম্বর আবার কলকাতাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে দল। যদিও, এখনো পর্যন্ত আইসিসি ২০২৩ সালের বিশ্বকাপের সূচি ঘোষণা করেনি।

Read Also: WTC FINAL: শেষ হচ্ছে রোহিত শর্মার কার্যকাল, টেস্টের অধিনায়ক চোট কাটিয়ে হলো ফিট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *