২০০৫ সালের দীর্ঘ ২০ বছর পর কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাকে কলকাতায় আনার উদ্যোগ ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। এই পরিস্থিতিতে, মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে সাংবাদিক বৈঠকের পর এই তথ্য জানান রাজ্য পুলিশের ডিজি শ্রী রাজীব কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং যাঁরা এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।
কলকাতায় পা দিলেন লিওনেল মেসি

পুলিশ সূত্রের দাবি, শনিবার বিমানবন্দরের ভিতরেই শতদ্রু দত্তকে প্রথমে ডিটেন করা হয়। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা প্রাথমিকভাবে তাঁর কাছ থেকে একটি লিখিত বিবৃতি নেন। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের মধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়। ঠিক সেই সময়েই লিওনেল মেসি কলকাতা ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banarjee)। পাশাপাশি তিনি একটি বিশেষ তদন্ত কমিটি (SIT) গঠনের নির্দেশ দেন, যাতে পুরো ঘটনার দায় নির্ধারণ করা যায়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটেছে, তাতে ভারতীয় ফুটবলের সম্মান কার্যত ধুলোয় মিশে গিয়েছে বলে দাবি ক্রীড়াপ্রেমীদের।
Read More: “আজ বিয়ে তাও এসেছিলাম..”, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করা ভক্তের মন্তব্য ভাইরাল !!
তিন দিনের ভারত সফরের প্রথম দিনে আজ সকালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যান মেসি। সঙ্গে ছিলেন ইন্টার মায়ামিতে তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। মেসিকে এক নজর দেখার আশায় প্রায় লক্ষাধিক দর্শক যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন। প্রিয় খেলোয়াড়কে দেখতে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন ভক্তরা। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই শুরু হয় বিশৃঙ্খলা। গ্যালারির গেট ভাঙার চেষ্টা, বোতল ছোড়া, স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর – সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সবচেয়ে বড় হতাশা ছিল এই যে, মেসি মাঠে একবারের জন্যও নামেননি।
গ্রেফতার হলেন শতুদ্র দত্ত

নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে দ্রুত স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়। ফলে কেউই সামনাসামনি আর্জেন্টাইন মহাতারকাকে দেখার সুযোগ পাননি। ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছনোর পথে ছিলেন। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বুঝে মাঝপথ থেকেই তাঁর কনভয় ঘুরিয়ে দেওয়া হয়। পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে (পূর্বে টুইটার) লেখেন, “সল্টলেক স্টেডিয়াম শনিবার যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি স্তম্ভিত।” তার পরেই তিনি আবার লেখেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিয়োনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।“