ভিডিয়ো: বিজয় শঙ্কর হাসিল করল উইকেট তো বিরাট দিলেন অবাক করার মত রিঅ্যাকশন

ভারত আর পাকিস্থানের মধ্যে মাঞ্চেস্টারে এক হাই ভোল্টেজ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৩৬ রানের এক বিশাল স্কোর খাড়া করে। এই লক্ষ্য তাড়া করতে পাকিস্তানের হয়ে ইমাম উল হক আর ফখর জামান নামেন। কিন্তু এর মধ্যে ভারতীয় দলের জন্য একটা খারাপ খবরও আসে।

মাংসপেশিতে টানের কারণে ভুবনেশ্বর গেলেন মাঠের বাইরে

ভিডিয়ো: বিজয় শঙ্কর হাসিল করল উইকেট তো বিরাট দিলেন অবাক করার মত রিঅ্যাকশন 1

আপনাদের জানিয়ে দিই যে মাংসপেশিতে টানের কারণে ভুবনেশ্বর কুমার মাঠের বাইরে চলে গিয়েছেন। তিনি ২.৪ ওভার বল করেছেন যার মধ্যে তিনি মাত্র ৮ রান খরচা করেছেন। ভুবনেশ্বরের এই ওভার বিজয় শঙ্কর পূর্ণ করেন। ভুবনেশ্বর কুমার এই ম্যাচে আর বল করতে পারেননি।

প্রথম বলেই বিজয় শঙ্কর করলেন ইমামকে আউট

ভিডিয়ো: বিজয় শঙ্কর হাসিল করল উইকেট তো বিরাট দিলেন অবাক করার মত রিঅ্যাকশন 2

জানিয়ে দিই যে ভুবনেশ্বর কুমারের ওভার পূর্ণ করতে আসা বিজয় শঙ্কর নিজের প্রথম বলেই পাকিস্তানী ওপেনার ইমাম উল হককে এলবিডব্লিউ করে দেন। বিজয় শঙ্করের এই দুর্দান্ত বলের কারণে ইমাম উল হক ১৮ বলে মাত্র ৭ রানই করতে পারেন।

বিজয় শঙ্করের উইকেট হাসিল করার বিরাট হলেন অবাক

ভিডিয়ো: বিজয় শঙ্কর হাসিল করল উইকেট তো বিরাট দিলেন অবাক করার মত রিঅ্যাকশন 3

বিজয় শঙ্করের উইকেট নিতেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে যথেষ্ট অবাক দেখায়। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে বিজয় শঙ্কর দলকে উইকেট এনে দিয়েছেন। কোথাও না কোথাও বিরাটের এই রিঅ্যাকশনে বিজয় শঙ্কর যথেষ্ট নিরাশ হয়ে থাকবে। কারণ বিরাট কোহলি এমন রিঅ্যাকশন দিয়েছেন যেনো বিজয় শঙ্করের উইকেট নেওয়ার ক্ষমতাই নেই।

এখানে ক্লিক করে দেখুন ভিডিয়ো

আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন যে কিভাবে নিজের দুর্দান্ত বোলিংয়ের দমে বিজয় শঙ্কর ভারতীয় দলকে ইমাম উল হকের উইকেট এনে দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *