উইমেন্স টি২০ চ্যালেঞ্জের ফাইনালে দুর্ধর্ষ ফিল্ডিংয়ের নজির দেখালেন এই তারকা ক্রিকেটার, লজ্জা পেয়ে যাবেন পুরুষ ক্রিকেটাররাও 1

গতকাল শারজার মাঠে উইমেন্স টি২০ চ্যালেঞ্জের ফাইনালে নেমেছিল স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স এবং হরমনপ্রীত কৌরের সুপারনোভাস। সেই ম্যাচে ১৬ রানে জিতে প্রথমবারের জন্য খেতাব জিতল ট্রেলব্লেজার্স। এবারের টুর্নামেন্টে আকর্ষণ বলতে শুধু ব্যাটিং ও বোলিং নয়, ফিল্ডিংয়েও আমরা দেখেছি দুর্দান্ত কিছু প্রয়াস। কিন্তু থাইল্যান্ডের তারকা ক্রিকেটার নাট্টাকান চান্তাম যে ফিল্ডিংয়ের নজির দেখিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য।

Chantam to be first Thai in Women's T20 Challenge | MorungExpress |  morungexpress.com

গতকাল দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমেছিল সুপারনোভাস। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে নিউলিল্যান্ডের অলরাউন্ডার সোফি একেলস্টোনকে ড্রাইভ মারার চেষ্টা করেন সুপারনোভাসের তারকা ভারতীয় ব্যাটসম্যান জেমাইমা রডরিগেজ, কিন্তু বলটি ব্যাটের কিনারায় লেগে পিছনের দিকে চলে যায়। সেই সময় ৩০ গজ বৃত্তের মধ্যে শর্ট থার্ড ম্যান পজিশনে ছিলেন চান্তাম। মনেই হয়েছিল, বলটি বাউন্ডারি হয়ে যাবে। কিন্তু চান্তামের মনে অন্যরকম পরিকল্পনা ছিল। শর্ট থার্ডম্যান থেকে বলটির দিকে তাড়া করতে করতে একেবারে বাউন্ডারির ধারে সুপারনোভাসের ডাগআউটের সামনেই উড়ন্ত ঝাঁপ মেরে বলটিকে বাউন্ডারি হওয়া থেকে বাঁচিয়ে দিলেন। এমন ফিল্ডিং প্রয়াস দেখে সঙ্গে সঙ্গে প্রশংসা করেন প্রতিপক্ষের ডাগআউটের ক্রিকেটাররা।

আর চান্তামের এই ফিল্ডিংয়ের ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। টিভির স্ক্রিন থেকে ভিডিও করে কিংবা হটস্টার থেকে ভিডিও রেকর্ড করে তা ছেড়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আর এমন প্রয়াস দেখে মোহিত হয়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। সকলের একটাই বক্তব্য, এরকম ফিল্ডিং দেখে অনেক পুরুষ ক্রিকেটাররাই লজ্জায় পড়ে যাবেন, একজন মহিলা হয়ে ফিল্ডিংয়ের অসাধারণ নজির দেখিয়ে দিয়েছেন থাইল্যান্ডের এই তারকা ক্রিকেটার। ক্রিকেট জগতে থাইল্যান্ডের নামটি যথেষ্টই অচেনা, সেখানে পুরুষ ক্রিকেটারদের তুলনায় মহিলা ক্রিকেটাররাই এই দেশকে ক্রিকেটীয় দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর তাদের মধ্যে অন্যতম হলেন নাট্টাকান চান্তাম।

Thailand's Nattakan Chantam brings cricketing world to a standstill with  her stunning save near boundary rope

গতকাল প্রথমে ব্যাট করে ট্রেলব্লেজার্স নিজেদের ২০ ওভারে তুলেছিল ১১৮/৮। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত শুরু দিয়েছিলেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু ট্রেলব্লেজার্সকে কম রানে আটকে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বাঁ হাতি ভারতীয় স্পিনার রাধা যাদব। পাঁচ উইকেট নিয়েছেন তিনি, মাত্র ১৬ রানে, যার জেরে বড় রান করতে অক্ষম হয় ট্রেলব্লেজার্স। জবাবে ব্যাটে নেমে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় সুপারনোভাস। মাত্র ১০২ রানেই তারা সীমিত থাকে। একা অধিনায়ক হরমনপ্রীত কৌর কিছুটা চেষ্টা চালালেও বাকিরা ব্যর্থ হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *