গতকাল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫১ রানে হেরে সিরিজ খুইয়ে ফেলে ভারতীয় দল। ৩৯০ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে গিয়ে কেবল ৩৩৮/৯ তেই থেমে গিয়েছিল ভারতীয় দল। একটি সময় বিরাট কোহলি কিছুটা লড়াই চালিয়েছিলেন। বেশ সাবলীল ভঙ্গিতে অস্ট্রেলিয়ার তারকা বোলারদের প্রহার করে ধীরে ধীরে নিজের ওডিআই কেরিয়ারের ৪৪ তম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন ভারতের অধিনায়ক, কিন্তু একটি দুর্ধর্ষ ক্যাচেই ভারতের আশা অনেকটাই ভেঙে যায়।
প্রথমে শ্রেয়স আইয়ারের সাথে ৭৩ রানের পার্টনারশিপ, তার পর কে এল রাহুলের সাথে ৭২ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন বিরাট। একটা সময়ে মনে হচ্ছিল, ঐতিহ্যশালী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস তৈরি করে ফেলবে ভারতীয় দল। ৩৪.৪ ওভারে রান ছিল ২২৫/৩, কিন্তু তার পরেই খেল খতম হয়ে যায় বিরাট কোহলির। আর যে ক্যাচে আউট হয়েছেন, তা সম্ভবত এই বছরের সেরা ক্যাচ হিসেবে উল্লেখ করা যায়।
ম্যাচের ৩৫ ওভার বল করতে এসেছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হেজলউড। সেই সময় ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। ওভারের পঞ্চম বলে কোহলি অন সাইডের দিকে খেলতে গেলে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্ধর্ষ ক্যাচ ধরে ফেলেন অলরাউন্ডার মোসেস হেনরিকেস। ৮৭ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়ে যান বিরাট কোহলি। আর সেই ক্যাচের ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই ক্যাচের ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখা, “কোহলি আউট!”
Kohli is OUT ‼️ 😲
📺 Watch Game 2 of the #AUSvIND ODI Series Ch 501 or 💻 Stream on Kayo: https://t.co/bb9h0qf37c
📝 Live Blog: https://t.co/cF1qvdQReT
📱Match Centre: https://t.co/IKhEAApS6r pic.twitter.com/jQX56biYlr— Fox Cricket (@FoxCricket) November 29, 2020
প্রথম ওয়ানডে ম্যাচেও বিরাটকে প্রায় একই ভঙ্গিতে আউট করেছিলেন জস হেজলউড। ৩৭৫ রান তাড়া করতে গিয়ে সেই ম্যাচে বেশ ভালো শুরু করেছিল টিম ইন্ডিয়া। মায়াঙ্ক আগরওয়ালের আউট হওয়ার পর বেশ ভালো ভঙ্গিতে খেলছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু ২১ রান করার পর হেজলউডকে পুল মারতে গিয়ে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে বসেছিলেন কোহলি। আর গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রায় একই জায়গায় আউট হন তিনি।