দেখুন : "পুজারার হেলমেট উড়িয়ে দাও", অসি পেসারদের কাছে এমনই জঘন্য আবদার করলেন শেন ওয়ার্ন 1

গতকাল একেবারে ইটের মত শক্ত হয়ে ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করছিলেন চেতেশ্বর পুজারা। প্রথমে নেমে একেবারেই ডিফেন্সিভ মানসিকতা নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন এই টেস্ট স্পেশালিস্ট। ৯০ বল খেলে মাত্র ৭ রানই করেছিলেন পুজারা। অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করে দিতে একপ্রকার ক্রিজে দাঁড়িয়েই ছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু লাঞ্চ বিরতির পর রান করতে শুরু করেন পুজারা। আর এর জেরে দুর্দান্ত একটি অর্ধশতরান করে ভারতকে ম্যাচ জেতার জায়গায় নিয়ে যান।

India vs Australia: Cheteshwar Pujara scores slowest fifty of career in  marathon effort to save Brisbane Test - Sports News

এদিকে অস্ট্রেলিয়ার বোলাররা ক্রমশ বিরক্ত হয়ে উঠেছিলেন চেতেশ্বর পুজারাকে আউট না করতে পেরে। সমস্ত লাইন ও লেংথে বল করা হলেও কোনও সুবিধা হচ্ছিল না। এই অবস্থায় লাঞ্চ বিরতির পরে পুজারার উদ্দেশ্যে শর্ট পিচ বোলিং করার ভাবনায় লিপ্ত হলেন অস্ট্রেলিয়ার পেসাররা। অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স এবং জস হেজলউড ক্রমাগত পুজারার হাত, কাঁধ ও মাথা উদ্দেশ্য করে বোলিং করে যাচ্ছিলেন, যাতে অস্বস্তিতে পড়ে আউট হয়ে যান পুজারা। অনেকবার বলের আঘাতও পেয়েছেন হাতে ও হেলমেটে।

Twitter blasts Shane Warne for suggesting Australian bowlers to 'rip the  helmet off' of Cheteshwar Pujara

এই অবস্থায় হঠাতই পুজারার হেলমেট ভেঙে দেওয়ার নিদান দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। প্রাক্তন এই লেগ স্পিনার বর্তমানে ধারাভাষ্য ও বিশ্লেষকের কাজ করছেন ফক্স ক্রিকেটে। আর সেখানে ধারাভাষ্যের সময় তিনি অস্ট্রেলিয়ার পেসারদের উদ্দেশ্যে জানান যে তারা যেন পুজারার হেলমেট টার্গেট করে বল করেন। এই নিয়ে তিনি কমেন্ট্রি বক্স থেকে বলেছেন, “আমি মনে করি পুজারাকে অস্বস্তিতে ফেলতে হবে। উনি ওনার জোনে চলে গিয়েছেন, উনি ছন্দে রয়েছেন। এই অবস্থায় ওনাকে কষ্টের মধ্যে রাখতে হবে, ওনার হেলমেট ভেঙে দিতে হবে। কিছু শর্ট বল করতে হবে।”

আর এই নিয়ে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। খোদ এই অস্ট্রেলিয়ায় হেলমেটে বল লাগায় মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ফিল হিউজ। আর সেই ঘটনার পরেও এমন মানসিকতা কিভাবে আসে একজন অস্ট্রেলীয় কিংবদন্তীর কাছে, তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *