সমতায় থাকা টেস্ট সিরিজে অ্যাডভান্টেজ পেতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কার্যত পূর্ণশক্তি নিয়ে নেমেছে দুই দল। অস্ট্রেলিয়ার দূর্বল ব্যাটিংয়ে জোর বাড়াতে আবারও দলে কামব্যাক করেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। অনেকেই মনে করেছিলেন, ওয়ার্নারের উপস্থিতিতে অস্ট্রেলিয়া বেশ বড় রান করবে, এবং খোদ ওয়ার্নার দারুণ পারফর্ম করবেন। সিডনির এই পাটা পিচে সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হয়ে গিয়েছিল।
কিন্তু ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ সেই আশায় জল ঢেলে দিয়েছেন। গত ম্যাচে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই বেশ ভালো বোলিং করছেন সিরাজ। লাগাতার ভালো লাইন ও লেংথে বল রেখে চলেছেন। আর এবার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তুরুপের তাস ডেভিড ওয়ার্নারকে আউট করে ভারতকে দারুণ শুরু দিয়েছেন সিরাজ। আর আগের দুই টেস্টের মত, এই টেস্টেও ওপেনিং জুটি ব্যর্থ প্রমাণিত হল।
ইনিংসের তৃতীয় ওভার নতুন বল নিয়ে বল করতে আসেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বল অফ স্টাম্পের কিছুটা বাইরে রাখেন সিরাজ, বল পিচে পড়ে আরও বাইরের দিকে বেরিয়ে যায়। সেই বাইরের বল তাড়া করতে গিয়ে কভার ড্রাইভ মারতে যান বাঁ হাতি এই অসি ওপেনার। কিন্তু সেই বল ওয়ার্নারের ব্যাটের কিনারা লাগে এবং চলে যায় প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা চেতেশ্বর পুজারার কাছে। আট বলে মাত্র পাঁচ রান করে আউট হন ওয়ার্নার। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল মহম্মদ সিরাজের সেলিব্রেশন। ওয়ার্নারকে আউট করে উচ্ছ্বাসে তার উদ্দেশ্যে ঠোটে আঙুল দিয়ে চুপ করে থাকার পরামর্শ দেন সিরাজ।
🤫🤫🤫
Welcome back to Test cricket, David Warner…
He chases one from Mohammed Siraj and goes early doors.
He even got a bit of a send-off 👀#AUSvIND pic.twitter.com/ijfWBYLEWf
— Cricket on BT Sport (@btsportcricket) January 6, 2021
আর এই সেলিব্রেশন দেখে অভিভূত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন, যেভাবে অস্ট্রেলিয়ার মিডিয়া এবং প্রাক্তন ক্রিকেটাররা মাঠের বাইরের খেলায় ভারতীয় দলকে নাজেহাল করছে, তারই জবাব দিতে এমন আগ্রাসী সেলিব্রেশন করে বসলেন হায়দ্রাবাদের এই তরুণ পেসার। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল এর মঞ্চে যখন উঠে এসেছিলেন মহম্মদ সিরাজ, তখন অধিনায়ক হিসেবে ছিলেন ডেভিড ওয়ার্নার। কাছ থেকে দেখেছেন এই তরুণ পেসারের গড়ে ওঠার কাহিনী, আর এবার সেই সিরাজের কাছেই আউট হলেন ওয়ার্নার।
এই রিপোর্টটি লেখার সময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭.১ ওভারে ২১/১। ব্যাট করছিলেন উইল পুকোভস্কি ১৪ (২৯) এবং মার্নাস লাবুশানে ২ (৬)। রিপোর্টটি লেখার সময় ভারী বৃষ্টির কারণে খেলা স্থগিত ছিল।