দেখুব : শক্তিশালী মুম্বইকে পিটিয়ে মাত্র ৩৭ বলে শতরান করলেন কেরালার মহম্মদ আজহারউদ্দিন 1

গত বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কার্যত নজির গড়ে দিলেন কেরালার ওপেনার মহম্মদ আজহারউদ্দিন। যদিও কিংবদন্তী অধিনায়ক আজহারের সাথে নাম নিয়ে গুলিয়ে ফেলতেই পারেন, কিন্তু এই তরুণ ক্রিকেটার যে খেলা মুম্বইয়ের বিরুদ্ধে দেখালেন। তা এক কথায় অসাধারণ। মাত্র ৩৭ বলে অসাধারণ শতরান করে কেরালাকে সহজ জয় প্রদান করেন আজহারউদ্দিন।

 

বুধবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ১৯৬ রান তোলে। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং আদিত্য তারের দুরন্ত ইনিংসে এই বিশাল রান তোলে মুম্বই। কামব্যাকের মঞ্চে এসে এই ম্যাচে একেবারে ব্যর্থ শ্রীশন্থ, চার ওভারে ৪৭ রান খেয়েছেন ৩৭ বছরের এই পেসার। সব মিলিয়ে মনে হয়েছিল, তুলনায় কম শক্তিশালী কেরালাকে সহজেই হারিয়ে দেবে মুম্বই।

MUM vs KER Live Score Playing 11 Team Prediction Mumbai vs Kerala Syed  Mushtaq Ali Trophy 2021

কিন্তু কেরালার ওপেনার মহম্মদ আজহারউদ্দিনের মাথায় ছিল অন্য পরিকল্পনা। প্রথম বল থেকেই দুর্দান্ত ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন। চার ও ছয়ের বন্যা বইয়ে দেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মাঠে দর্শকদের আসার অনুমতি দেওয়া হলে হয়ত তারাও অবাক চোখে দেখতেন। এদিকে আর এক ওপেনার অভিজ্ঞ রবিন উত্থাপ্পাও বেশ ভালো ইনিংস খেলছিলেন, যদিও ২৩ বলে ৩৩ করে আউট হন উত্থাপ্পা। বেশ ভালো ক্যামিও খেলে আউট হন সঞ্জু স্যামসনও। কিন্তু ক্রিজে দাঁড়িয়ে থেকে দুর্ধর্ষ ভঙ্গিতে শতরান হাঁকেন মহম্মদ আজহারউদ্দিন। মাত্র ৩৭ বলে শতরান হাঁকেন এই তরুণ ব্যাটসম্যান।

 

শেষ অবধি ৫৪ বলে ১৩৭ রানে অপরাজিত থেকে কেরালাকে ম্যাচ জিতিয়ে আসেন আজহারউদ্দিন। ৯টি চার এবং ১১টি ছয় মারেন নিজের ইনিংসে। আর এর ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকেন তিনি। সব থেকে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋষভ পন্থের, ৩২ বলে তিনি শতরান করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *