গতকাল রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে নিজেদের প্লে অফে যাওয়ার আশা কিছুটা সুনিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স। পরপর মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজে হারানোর পর প্লে অফে যাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে ছিল ২০০৮ সালের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। কিন্তু গতকাল দুবাইয়ের মাঠে স্টিভ স্মিথের অশ্বমেধের ঘোড়াকে কার্যত পর্যদুস্ত করল ইয়ন মর্গ্যানের নাইট ব্রিগেড।
শুরুতে ব্যাটিংয়ে বড় রান তোলার পর কলকাতা নাইট রাইডার্সের বোলারদের দায়িত্ব ছিল যত দ্রুত সম্ভব রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডারে ধস নামাতে হবে। আর সেই কাজ নিপুনতার সাথে পালন করেছিলেন অসি তারকা পেসার প্যাট কামিন্স। তবে ম্যাচের সবথেকে আকর্ষণীয় মুহুর্ত হয়ে থাকবে যেভাবে বেন স্টোকসের ক্যাচ নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক তথা উইকেটকিপার দীনেশ কার্তিক।
প্রথম ওভারে প্যাট কামিন্সকে ১১ রান মেরেছিল ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। ক্রমশই বিপদজনক হয়ে উঠছিলেন কলকাতা নাইট রাইডার্সের জন্য। এমন সময়ে নিজের দ্বিতীয় ওভারে স্টোকসকে একটি ফুল লেংথ বল করেন কামিন্স, যা স্টোকসের ব্যাটের কোনায় লাগে। ক্রমশ দূরে যেতে থাকা সেই বলটিকে একেবারে গোলকিপারের মত ডাইভ মেরে ক্যাচ ধরেন দীনেশ কার্তিক। যা কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় বলে অনেকের ধারণা। এরপর রাজস্থান রয়্যালস সেভাবে ম্যাচে নিজের কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। শেষ অবধি ৬০ রানে তারা হেরে যায়।
দেখে নিন সেই অবিশ্বাস্য ক্যাচের ভিডিওটি –
— Simran (@CowCorner9) November 1, 2020
শুরুতে ব্যাট করে ১৯১ রানের বড় স্কোর তোলে কলকাতা নাইট রাইডার্স। শুভমন গিল (২৪ বলে ৩৬) এবং রাহুল ত্রিপাঠী (৩৪ বলে ৩৯) দুজনে মিলে বেশ ভালো ইনিংস খেলেন। যদিও নীতিশ রানা, সুনীল নারাইন এবং দীনেশ কার্তিক শূন্য রানে আউট হন। কিন্তু শেষের দিকে আবারও অধিনায়কোচিত ইনিংস খেলেন বিশ্বকাপজয়ী ইংরেজ ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। ৩৫ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসের জেরে এত বড় রান তুলতে সক্ষম হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর প্যাট কামিন্সের প্রথম ওভারেই ১৯ রান তুলে নেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার রবিন উত্থাপ্পা এবং বেন স্টোকস, যদিও সেই ওভারেই আউট হন উত্থাপ্পা। কিন্তু বেন স্টোকসের আউট হওয়ার পর কার্যত রাজস্থানের ব্যাটিংয়ে ধস নেমে গিয়েছিল। কিছুটা পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিলেন জস বাটলার (২২ বলে ৩৫) এবং রাহুল তেওয়াটিয়া (২৭ বলে ৩১), কিন্তু শেষ অবধি নিজেদের নির্ধারিত ২০ ওভারে ১৩১/৯ এর বেশি করতে পারেনি রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিংয়ে অসাধারণ ছিলে প্যাট কামিন্স, ৩৪ রানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এছাড়া তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।