দেখুন : ব্রিসবেনে চলল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, দর্শকরা পড়লেন এমন পোশাক, অবাক ক্রিকেট বিশ্ব 1
TOPSHOT - Police stand by as Australia fans heckle Indian supporters (in foreground) on the first day of the second cricket Test match between Australia and India at the MCG in Melbourne on December 26, 2020. (Photo by William WEST / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

আন্তর্জাতিক ক্রিকেটে যত জায়গার দর্শক দেখতে পাওয়া যায়, তাঁর মধ্যে সব থেকে অভিনব নজির খুঁজে পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। ক্রিকেট ইতিহাসে এরকম অনেক মজার ঘটনা রয়েছে অস্ট্রেলিয়ার দর্শকদের নিয়ে, যা আজও ইতিহাস। আর অস্ট্রেলিয়ার এমন উৎসাহী দর্শকদের দেখে আলাদা মেজাজই তৈরি হয় মাঠের খেলোয়াড়দের মধ্যে। সেই কারণে বেশ বড় নাম করে নিয়েছেন অস্ট্রেলিয়ার দর্শকরা।

Got to be better than that': England great slams crowd | cricket.com.au

যদিও চলতি সিরিজে বেশ খারাপ দিকেই গিয়েছে দর্শকদের ব্যবহার। সিডনিতে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের উদ্দেশ্যে পরপর দুই দিন দর্শকদের তরফ থেকে এসেছে বর্নবিদ্বেষমূলক মন্তব্য, এমনকি সেই ধারা জারি রেখেছেন ব্রিসবেনের দর্শকরাও। মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দরের উপর এসেছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। আর এই নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইসিসি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।

Australia vs India: Mohammed Siraj faces racial abuse again; six people  evicted from the SCG

কিন্তু প্রতিটি খারাপ জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে ভালো জিনিস, আর অস্ট্রেলিয়ার দর্শকদের সেই ভালো দিকটি চোখে পড়ল চলতি চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে। বরাবরই যে কোনও ধরণের পোষাক পড়ে মাঠে আসেন দর্শকরা, এই নিয়ে ভারতীয়দের মত কমপ্লেক্স নেই তাদের। কিন্তু এদিন এক ঝাঁক দর্শক একসাথে একই পোষাক পড়ে মাঠে এলেন, তা নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক।

R Rajkumar: World Cup chants decoded

জনপ্রিয় হলিউড সাই-ফাই সিনেমা স্টার ওয়ার্সের জনপ্রিয় চরিত্রাবলী স্টর্মট্রুপার্সের পোষাক করে বেশ কিছু দর্শক গাব্বায় উপস্থিত হয়েছিলেন। এই স্টর্মট্রুপার্স হল স্টার ওয়ার্সের সৈনিকদের এক বিশেষ অংশ। অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রের পোষাক পড়ে আসায় গোটা ক্রিকেট বিশ্ব বেশ মজা পেয়েছে। এই নিয়ে টুইটও করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি।

এই রিপোর্ট লেখার সময় লাঞ্চ বিরতি চলছিল। অস্ট্রেলিয়া ১১৫.২ ওভার ব্যাট করে ৩৬৯ রান তুলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *