রোহিত শর্মার পর কতটা সফল যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি স্পষ্ট করলেন ওয়াসিম জাফার !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর তিনি নতুন করে জাতীয় দলকে সাজিয়েছেন। চলতি টেস্ট সিরিজে তার তত্ত্বাবধানে ব্লু ব্রিগেডরা এক নতুন রূপ পেয়েছে। তিনি নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন শুভমান গিলকে (Shubman Gill)। ইতিমধ্যেই ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দল প্রথম ম্যাচে হেডিংলেতে হারলেও দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে এই সিরিজে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul) ওপেনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। হিটম্যানের উত্তরসূরী হিসেবে তাদের ভূমিকা নিয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ওয়াসিম জাফার‌ (Wasim Jaffer)।

Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!

রাহুল ও যশস্বীর ওপর আস্থা-

রোহিত শর্মার পর কতটা সফল যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি স্পষ্ট করলেন ওয়াসিম জাফার !! 2
Yashsavi Jaiswal and KL Rahul | Images: Getty Images

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটেছে‌। ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে চলতি টেস্ট সিরিজে নতুন ওপেনিং জুটি হিসেবে দায়িত্ব পালন করছেন কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই ওপেনিং জুটি নিয়ে ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফারের (Wasim Jaffer) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ওপেনারদের ভূমিকা ম্যাচে সবসময় গুরুত্বপূর্ণ হয়। এই দায়িত্বে যশস্বী (Yashasvi Jaiswal) এবং রাহুল (KL Rahul) ভালো পারফর্মেন্স করছেন।

ওপেনারদের নতুন বল ভালোভাবে খেলতে হয়। প্রাথমিক ভিত্তি স্থাপন করেন তারা। ওপেনারদের পারফর্মেন্সের ওপর মিডল অর্ডার অনেকটা নির্ভর করে। কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) সফলভাবে দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে‌ও যখনই তারা ওপেন করার সুযোগ পেয়েছিলেন ভালো ব্যাটিং করেছেন। এই সিরিজে এখনও পর্যন্ত ২ টি শতরান করেছেন রাহুল (KL Rahul)। যশস্বী সেঞ্চুরি করেছেন। ঋষভ পান্থ (Rishabh Pant) রান করছেন। শুভমান গিল (Shubman Gill) দুরন্ত ফর্মে রয়েছেন। ফলে ভারতীয় দল ইংল্যান্ডের থেকে এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আছে।”

দুরন্ত ফর্মে রাহুল-যশস্বী-

রোহিত শর্মার পর কতটা সফল যশস্বী ও রাহুলের ওপেনিং জুটি স্পষ্ট করলেন ওয়াসিম জাফার !! 3
Yashsavi Jaiswal and KL Rahul | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলে সমর্থকদের মুগ্ধ করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডারে হাল ধরেছিলেন কেএল রাহুল (KL Rahul)। তিনি ১৩৭ রানের ইনিংস গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে এজবাস্টনেও যশস্বী ব্যাট হাতে ছন্দে ছিলেন। তিনি ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুরন্ত অর্ধশতরান করেছিলেন কেএল রাহুল।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি তৃতীয় টেস্ট ম্যাচে রাহুল (KL Rahul) বর্তমানে ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসা হয়ে উঠেছেন। তিনি লর্ডসে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে একদিক থেকে ধরে রেখে ১৭৭ বলে সেঞ্চুরি হাঁকান। দ্বিতীয় ইনিংসেও এই তারকা ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ সময় হাল ধরেছেন। চতুর্থ দিনের‌ শেষে লড়াই চালিয়ে ৩৩ রানে অপরাজিত আছেন রাহুল (KL Rahul)। পঞ্চম দিনে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রান সংগ্রহ করে নিলে এক ঐতিহাসিক জয় তুলে নেবে শুভমান গিলের দল।

Read Also: “এটা ক্রিকেট নয়..”,পান্থকে ধারাবাহিকভাবে শর্ট বল করায় স্টোকসকে তীব্র আক্রমণ সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *