"বিরাটের দায়িত্ব নেওয়া..", ইংল্যান্ডের বিপক্ষে গিলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ওয়াসিম জাফার !! 1

ভারতীয় ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকভাবে ভালো পারফর্মেন্স করে নিজের জায়গা করে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। যতো দিন যাচ্ছে এই তারকা ব্যাটসম্যান আর‌ও পরিণত হয়ে উঠছেন। রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ পদে গিলকে নিয়ে আসা হয়েছে। চলতি ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও গিলকে (Shubman Gill) ব্যাটিং অর্ডারে ৪ নম্বরে টেস্ট ফরম্যাটে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। এই বিষয়ে এবার ওয়াসিম জাফারের (Wasim Jaffer) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো।

Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!

গিলকে নিয়ে ওয়াসিম জাফারের মন্তব্য-

"বিরাটের দায়িত্ব নেওয়া..", ইংল্যান্ডের বিপক্ষে গিলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ওয়াসিম জাফার !! 2
Shubman Gill | Images: Getty Images

শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই মুগ্ধ করেছেন। ইংল্যান্ডের মাটিতে এই তরুণ তারকার আগ্রাসন ইংল্যান্ডকে রীতিমতো কোণঠাসা করে দিয়েছে। ব্যাটিং অর্ডারের চতুর্থ স্থানে নেমেও নিজেকে প্রমাণ করেছেন গিল (Shubman Gill)। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই তারকা ব্যাটসম্যান। এবার শুভমান গিলের (Shubman Gill) বিষয়ে ওয়াসিম জাফার (Wasim Jaffer) নিজের ভাবনা প্রকাশ করলেন। তিনি সাংবাদিককে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “চার নম্বরে শুভমান গিল যেভাবে দায়িত্ব পালন করছে এবং বিরাট কোহলির শূন্যস্থান পূরণ করেছে তা মোটেও সহজ কাজ নয়।

গিল (Shubman Gill) প্রথম দুটি টেস্ট ম্যাচে যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ ছিল। আর বর্তমানে যেভাবে অধিনায়কত্ব করছে তাতে আমার মনে হয় ও একজন সফল নেতা হয়ে উঠবে। আমরা অনেকেই কথা বলছিলাম যে অধিনায়কত্বের চাপ পারফর্মেন্সের ওপর প্রভাব ফেলবে কিনা তা নিয়ে। এই বিষয়টি এখন স্পষ্ট করে দিয়েছে গিল (Shubman Gill)। অধিনায়কত্ব গিলের সেরা পারফর্মেন্স বার করে নিয়ে এসেছে। কৌশলগত দিক থেকে ও আর‌ও উন্নতি করবে। গিল খুবই বুদ্ধিমান এবং সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার সময়ে ভারতীয় দলে অনেক কিছু ভালো ঘটতে দেখছি।”

দুরন্ত ফর্মে গিল-

"বিরাটের দায়িত্ব নেওয়া..", ইংল্যান্ডের বিপক্ষে গিলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ওয়াসিম জাফার !! 3
Shubman Gill | Images: Getty Images

ইংল্যান্ডের বিপক্ষে সফলভাবে ভারতীয় দলকে (IND vs ENG) নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি প্রথম ম্যাচের প্রথম ইনিংসে হেডিংলেতে ১৪৭ রানের ইনিংস খেলে বিপক্ষদের চাপে ফেলে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে ব্যাটে নতুন ইতিহাস লেখেন এই তরুণ তারকা। ম্যাচের প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংস গড়ে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন তিনি।

এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে আবারও চর্চায় উঠে এসেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ফলে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল ৩৩৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়। লর্ডসেও প্রথম থেকে লড়াই করছে ব্লু ব্রিগেডরা। বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ইতিমধ্যেই দলের ভরসা হয়ে উঠেছেন। তিনি চলতি সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকার পর লর্ডসের মাটিতে ফিরে এসে জ্বলে ওঠেন এই তরুণ তারকা। তৃতীয় টেস্টে তিনি প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: “এটা ক্রিকেট নয়..”,পান্থকে ধারাবাহিকভাবে শর্ট বল করায় স্টোকসকে তীব্র আক্রমণ সুনীল গাভাস্কারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *