IPL'কে অপমান করায় পুরস্কার পেলেন ওয়াসিম আকরাম, মহসিন নকভি দিলেন বিশেষ সম্মান !! 1

বিশ্ব ক্রিকেটে আইপিএলের (IPL 2025) মতো ফ্র্যাঞ্চাইজি লিগ গত কয়েক বছরে বিশেষ প্রভাব ফেলেছে। এই টুর্নামেন্ট থেকে প্রতি বছর অসংখ্য তরুণ প্রতিভাবান ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে আসেন। আগামী বছর ভারতীয় প্রিমিয়ার লিগ আরও বৃহত্তরভাবে ধরা দিতে চলেছে। টুর্নামেন্টের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। তার আগেই এই জনপ্রিয় টুর্নামেন্টকে নিয়ে কটাক্ষ করে আলোচনায় উঠে এসেছিলেন ওয়াসিম আকরাম (Washim Akram)। এরপরই তাকে বিশেষ সন্মান দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। মহসিন নকভি অনুগত্যের পুরস্কার দিলেন বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।

Read More: BCCI’র বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে স্যালারি বাড়লো শুভমান গিলের, মরণ দশা রোহিত-বিরাটের !!

আইপিএলকে নিয়ে মন্তব্য-

নিলাম
IPL Auction | Image: Twitter

ওয়াসিম আকরাম আইপিএলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। কিন্তু এই কিংবদন্তির তারকা এই জনপ্রিয় টুর্নামেন্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সাম্প্রতিক সময় আলোচনায় উঠে আসেন। লন্ডনে এক অনুষ্ঠানে আক্রম বলেছিলেন, “পাকিস্তান প্রিমিয়ার লিগের সবচেয়ে বড়ো সুবিধা হল ৩৪ দিন বা তারও কম সময়ে শেষ হয়ে যায়। অন্যান্য টুর্নামেন্টের মতো তিন মাস ধরে চলে না। বাচ্চারা বড়ো হয়ে যায় কিন্তু লিগ চলতেই থাকে।”

উল্লেখ্য পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক সক্রিয়ভাবে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে তাকে বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল। তিনি বোলিং কোচ থাকাকালীন কেকেআর ২০১২ সালে এবং ২০১৪ সালে ট্রফি জয় করে। ২০১৭ সালের পর থেকে আইপিএলে তাকে আর কোনো ভূমিকাতেই দেখা যায়নি।

পেলেন বিশেষ পুরস্কার-

Wasim Akram
Wasim Akram | Image : Getty Images

আইপিএলকে কার্যত অপমান করার পর পিএস‌এলের (PSL) চেয়ারম্যান মহসিন নকভির (Mohsin Naqvi) কাছের মানুষ হয়ে উঠেছেন ওয়াসিম আকরাম (Wasim Akram। আনুগত্য প্রমাণ করায় তাকে এবার বিশেষ সম্মান দিল এই ক্রিকেট বোর্ড। বিশেষ পুরস্কার হিসেবে তাকে পাকিস্তান সুপার লিগের (PCB 2026) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী বছর পিএস‌এলের ১১ তম মরসুম অনুষ্ঠিত হতে চলেছে। এই টুর্নামেন্টের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

২৩ মার্চ থেকে শুরু হবে এই লিগ। প্রায় একই সময় আইপিএলের সূচি রয়েছে। এর মধ্যেই পিএস‌এল শুরুর আগেই মুলতান সুলতান্সের (Multan Sultans) মালিক ক্ষতির সম্মুখীন হ‌ওয়ায় এবং পিসিবির অব্যবস্থাপনার কারণে দলটি হঠাৎ করেই ছেড়ে দিয়েছেন। ফলে এই মরসুমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানেই মাঠে নামবে মুলতান দল। তাদের উপযুক্ত প্রশিক্ষক দেবে ক্রিকেট বোর্ড।‌

Read Also: বিরাট-রোহিত নয়, বাবর আজমকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিলেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *