CT 2025: ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন মাধ্যমে সমালোচিত হচ্ছে পাকিস্তান (IND vs PAK)। ক্রিকেট বিশেষজ্ঞরা কটাক্ষ মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন রিজওয়ানদের দিকে। দীর্ঘদিন ধরে দলটি তাদের ফিটনেস নিয়েও ট্রোলিংয়ের শিকার হচ্ছে। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সারফারাজ আহমেদকে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাই তুলতে দেখা যায়। সেই ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই সামনে উঠে আসে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন অতিরিক্ত কলা খাওয়া নিয়ে ওয়াসিম আকরাম (Wasim Akram) নিজের দেশের ক্রিকেটারদের বানরদের সঙ্গে তুলনা করলেন।
পাকিস্তান ক্রিকেটারদের বানরদের সঙ্গে তুলনা-

গত রবিবার ভারতের কাছে পাকিস্তান হারার পর একটি ক্রিকেট বিষয়ক চ্যাট শো-তে ওয়াকার ইউনুস (Waqar Younis), অজয় জাদেজা (Ajay Jadeja) এবং নিখিল চোপড়ার (Nikhil Chopra) সঙ্গে ওয়াসিম আকরাম (Wasim Akram) উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আকরাম অনুষ্ঠানে চলাকালীন পাকিস্তানের ক্রিকেটারদের কলা খাওয়ার প্রসঙ্গটি তুলে আনেন। তিনি বলেন, “আপনাদের তিনজনের কাছ থেকে আরও একটি বিষয় জানতে চাই। মনে হয় দ্বিতীয় বা তৃতীয় পানীয় বিরতির পর ঘটনাটি ঘটেছিল। সেই সময় ক্রিকেটারদের খাওয়ার জন্য এক প্লেট ভর্তি কলা মাঠে নিয়ে আসতে দেখেছিলাম। এমনকি বানররাও এতো কলা খাবে না। আর এটা ছিল ওদের ডায়েট। ওয়াকার ইউনুস আপনি বোলিং করার সময় সর্বোচ্চ কটি কলা খেয়েছেন?” ওয়াসিম আকরাম আরও বলেন, “ভাবুন আমরা কলা খাচ্ছি আর অধিনায়ক ইমরান খান দেখতেন। তিনি এই কলা খাওয়ার জন্য আমাদের মারধর পর্যন্ত করতেন মনে হয়।”
এক নজরে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ-

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) হাইভোল্টেজ ম্যাচে গত ২৩ ফেব্রুয়ারি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়। দুবাইয়ের মাটিতে প্রথমে টসে জিতে রিজওয়ানরা (Mohammad Rizwan) ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপর অধিনায়কের ৪৬ এবং সৌদ শাকিলের (Saud Shakeel) ৬২ রানে ভর করে তারা ২৪১ রান সংগ্রহ করে। ব্লু ব্রিগেডদের হয়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৩ টি এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২ টি করে উইকেট সংগ্রহ করেছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) ব্যাট হাতে দলকে একাই জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তার আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ৫১ তম ঐতিহাসিক শতরানে ভর করে ভারত ৬ উইকেটে জয় নিশ্চিত করে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকেও ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এসেছিল। টুর্নামেন্টে বাংলাদেশের পর এই ম্যাচেও জয় তুলে নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) দল সেমিফাইনালে প্রবেশ করেছে।