IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT'র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !! 1

IPL 2025: চলমান আইপিএলের প্রতিটি ম্যাচেই এখন জমজমাট হয়ে উঠেছে। দুরন্ত লড়াই করে জয় ছিনিয়ে নিতে চাইছে প্রতিটি দল। গুজরাট টাইটান্স (Gujarat Titans) প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করলেও পরপর ৩ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফে দৌড়ে এগিয়ে গেছে। দলে শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ফলে অলরাউন্ডার হিসেবে বাকি টুর্নামেন্টে তিনি দলের ভাগ্য বদলে দিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিজেকে প্রমাণ করলেন ওয়াশিংটন-

IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT'র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !! 2
Washington Sundar | Image: Getty Images

২০২২ সাল থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) অংশ ছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তবে আইপিএলে এই দলের হয়ে তিনি সেইভাবে সুযোগ পাননি। গত বছর টুর্নামেন্টে এই তারকা অলরাউন্ডার মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এই বছর মেগা নিলামে ৩.২০ কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটান্সে (GT) এসেছেন ওয়াশিংটন। কিন্তু এই দলের হয়েও আইপিএলের প্রথম দিকে সুযোগ পাচ্ছিলেন না। শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে জায়গা পেয়ে ২৯ বলে ৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার ব্যাট আসে ৫ টি চার ও ২ টি ছয়। বল হাতেও সুযোগ পেলে তিনি জ্বলে উঠতে পারেন। ফলে গুজরাটের হয়ে বাকি মরসুমে গুরুত্বপূর্ণ হতে চলেছেন ওয়াশিংটন (Washington Sundar) বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: IPL 2025: “ঘরের মাঠে মুখ পোড়ালো…” ধ্বংসযজ্ঞ মার্শ-পুরানের, নেটদুনিয়ায় তোপের মুখে কলকাতার বোলিং !!

প্লে অফের দৌড়ে এগিয়ে গুজরাট-

IPL 2025: এত দিন ছিলেন ব্রাত্য, সুযোগ পেয়েই GT'র জার্সিতে জ্বলে উঠলেন এই তারকা !! 3
Gujarat Titans | Image: Getty Images

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্স (Gujarat Titans) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ১১ রানে হারের সম্মুখীন হয়‌। তবে এরপর একের পর এক জয় তুলে ঘুরে দাঁড়িয়েছেন শুভমান গিল (Shubman Gill)। মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিপক্ষে ৩৬ রানে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে ৮ উইকেটে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে গুজরাট। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে +১.০৩৬ নেট রান রেটের সঙ্গে অনেকটাই আত্মবিশ্বাসী দল। বুধবার আইপিএলে পরবর্তী ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে মাঠে নামতে চলেছে গুজরাট।

Also Read: IPL 2025 Points Table Update: RCB’র দাপটে ঘরের মাঠে হার MI’এর, পয়েন্ট তালিকায় ঘটলো একাধিক পরিবর্তন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *