T20 বিশ্বকাপের আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার, চোটের কারণে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার !! 1
IND vs SA | Image: Getty Images

ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এবারের বিশ্বকাপের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া সম্পূর্ণরূপে বিশ্বকাপের জন্য প্রস্তুত। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারত। কিউই দের বিরুদ্ধে এই সিরিজটি ভারতীয় দলের কাছে উপযুক্ত অনুশীলন হতে চলেছে। ঘরের মাঠে এখনো পর্যন্ত কোনো দল ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেনি। তার পাশাপাশি এখনো পর্যন্ত কোন দল পরস্পর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিততে পারেনি। তাছাড়া ভারত যদি এবারে শিরোপা জয় করে তাহলে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করবে তারা। ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে আপাতত দুটি করে টি-টোয়েন্টি শিরোপা রয়েছে। ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার আগেই অস্বস্তির শিকার হয়েছে।

চোট পেয়ে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

সুন্দর, বিশ্বকাপ
Washington Sundor | Image: Getty Images

ভারতীয় শিবিরে ফের একবার বড় ধাক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant) এবং প্রমুখ অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দরকে (Wasington Sundar)। সুন্দর টি-টোয়েন্টি দলের অংশ ছিলেন, তবে তিনি ছিটকে যেতেই সমস্যা আরও দ্বিগুণ হয়েছে। ওডিআই সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর এই চোট টিম ইন্ডিয়ার জন্য নিঃসন্দেহে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন সুন্দর। প্রথম ওডিআই ম্যাচের পঞ্চম ওভারে বল করার সময় হঠাৎ করেই পিঠে তীব্র ব্যথা অনুভব করেন। এমনকি যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না তিনি। দ্রুত মাঠে আসে সাপোর্ট স্টাফ এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাঠ ছাড়েন তিনি। তার বদলে নিতিশ কুমার রেড্ডিকে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে দেখা গিয়েছিল।

Read More: “ভারতে খেলতে চাই না…” পাকিস্তানে বিশ্বকাপের ম্যাচ করানোর আবেদন নিয়ে ICC’র দ্বারস্থ BCB !!

বিশ্বকাপের আগে মাথায় হাত BCCI’এর

Team India T20
Team India | Image: Getty Images

বিসিসিআই সূত্রে জানা গেছে, সাইড স্ট্রেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না সুন্দর। ওডিআই সিরিজ সমাপ্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২১ জানুয়ারি থেকে। যেহেতু তার চোট গুরুতর, সে কারণেই এই সময়ের মধ্যে ফিট হয়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়। তাই আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা এই অলরাউন্ডার। যদিও তাঁর পরিবর্তন হিসেবে কাকে দলে নেওয়া হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। এর আগে ওডিআই দলে তার বদলি হিসেবে দিল্লির আয়ুষ বাদনীকে দেখা গিয়েছিল। তবে টি-টোয়েন্টি দলে শাহবাজ আহমেদ, ক্রুণাল পাণ্ডিয়া ও রবি বিষ্ণোইয়ের নাম আলোচনায় রয়েছে। ওয়াশিংটন ছাড়াও তারকা ব্যাটসম্যান তিলক ভার্মার চোট দলকে বেশ ভাবাচ্ছে।

Read Also: “কোনোদিন বিশ্বকাপ জিতবে না…” ভেন্যু বিতর্কের মাঝেই বাংলাদেশকে কটাক্ষ ইরফান পাঠানের, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *