টি-২০ বিশ্বকাপের অফ ফর্ম'ই হয়ে দাঁড়ালো কাল, অবসর নিতে বাধ্য হলেন কিংবদন্তি ক্রিকেটার !! 1

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার ভাগ্য আজ ঝুলছিলো সূক্ষ্ম সুতোয়। সুপার এইট পর্বের ম্যাচে বাংলাদেশকে (BAN) হারালেও পরপর আফগানিস্তান ও ভারতের (IND) বিরুদ্ধে হেরে বেকায়দায় পড়েছিলো মিচেল মার্শের দল। নজর ছিলো আজকের আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। ভারত আগেই চলে গিয়েছিলো সেমিফাইনালে। দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জনের জন্য আজ আফগানিস্তানের পরাজয় প্রয়োজন ছিলো অস্ট্রেলিয়ার (AUS)। সেক্ষেত্রে নেট রান রেটের হিসেবে অজিদের সামনে সুযোগ ছিলো পরবর্তী পর্বে যাওয়ার। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপে জিতেছে ক্যাঙারুবাহিনী। দুই বছরের ব্যবধানে তিনটি আইসিসি ট্রফি জিতে রেকর্ড করার লক্ষ্য নিয়ে তারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছিলো। কিন্তু পূরণ হলো না স্বপ্ন।

আজ নর্থ সাউন্ডের মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো আফগানিস্তান। মন্থর পিচে মুস্তাফিজুর, তাস্কিনদের সামলাতে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হয় আফগান ব্যাটারদের। ২০ ওভারে তারা থামে মাত্র ১১৫ রানে। সেই সময় আশা জেগেছিলো অজি সমর্থকদের মধ্যে। কিন্তু বল হাতে পরপর উইকেট তুলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন ফজলহক ফারুকি, রশিদ খান’রা (Rashid Khan)। বাংলাদেশ ওপেনার লিটন দাস (Litton Das) কার্যকরী অর্ধশতক করে নিজের দলকে লড়াইতে রাখলেও নবীন উল হকের দুটি ডেলিভারিতে তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর সাজঘরে ফিরতেই গুটিয়ে যায় টাইগার্সদের ইনিংস। ইতিহাস তৈরি করে সেমিফাইনালে পা দেয় আফগানিস্তান। বাংলাদেশ আগেই ছিটকে গিয়েছিলো দৌড় থেকে। আফগানদের জয়ের সাথে সাথে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ারও। একইসাথে শেষ হয় ডেভিড ওয়ার্নারের (David Warner) আন্তর্জাতিক কেরিয়ার।

Read More: T20 World Cup: ঐতিহাসিক জয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান, বাংলাদেশ হারায় বিদায় অস্ট্রেলিয়ার !!

বর্ণময় কেরিয়ারে ইতি টানলেন ওয়ার্নার-

David Warner | T20 World Cup | Image: Getty Images
David Warner | T20 World Cup | Image: Getty Images

আজ অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে যাওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক কেরিয়ারে দাঁড়ি পড়লো ডেভিড ওয়ার্নারের। গত বছরের শেষ দিকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বকাপেই (T20 World Cup) তিনি শেষবার গায়ে চাপাবেন জাতীয় দলের জার্সি। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপ (ICC World Cup) জয় দিয়ে দাঁড়ি টেনেছিলেন একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে। জানুয়ারিতে তাঁর বিদায়ী সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ঘরের মাঠ সিডনিতে শতরান করেছিলেন ওয়ার্নার (David Warner)। বাকি দুই ফর্ম্যাটের মত টি-২০তে তাঁর বিদায়টা বিশেষ স্মরণীয় হলো না। সুপার এইট পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে হেরে অস্ট্রেলিয়ার ত্রিমুকুট জয়ের স্বপ্ন পড়েছিলো বড়সড় চ্যালেঞ্জের মুখে। আজ আফগানিস্তান জিততেই ঘরের ফেরা নিশ্চিত হয়ে যায় তাদের।

২০১১ সালের জানুয়ারি মাসের ১১ তারিখ টি-২০ ফর্ম্যাটে প্রথমবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ওয়ার্নার। প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর ওডিআই খেলেন সাত দিনের ব্যবধানে। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছিলো আরও ২ বছর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তিনি জিতেছেন ২০১৫ ও ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ, ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ও ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC)। ২০২১-এর টি-২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কারও জিতেছিলেন তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ শতরানের মালিক ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার মাটিতে জড়িয়েছিলেন বড়সড় বিতর্কেও। স্যান্ডপেপার গেটের অন্যতম চক্রী হিসেবে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন তিনি। ফিরে এসে অবশ্য সুনামের সাথেই খেলেন অস্ট্রেলিয়ার হয়ে।

এক নজরে ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক কেরিয়ার পরিসংখ্যান-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ১১২ ৮৭৮৬ ৩৩৫* ৪৪.৫৯ ৭০.১৯ ২৬ ৩৭ ০৪
ODI ১৬১ ৬৯৩২ ১৭৯ ৪৫.৩০ ৯৭.২৬ ২২ ৩৩ ০০
T20i ১১০ ৩২৭৭ ১০০* ৩৩.৪৩ ১৪২.৪৭ ০১ ২৮

Also Read: ভিডিও: সতীর্থকেই ব্যাট দিয়ে মারতে ছুটলেন রশিদ খান, আফগান অধিনায়কের কাণ্ডে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *