টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মেটার পরেই সকলের নজর এখন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দিকে। সব ঠিক থাকলে আগামী বছর পাকিস্তানের মাটিতে বসার কথা প্রতিযোগিতার আসর। লম্বা সময় পর ঘরের মাঠে বড় কোনো টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে পাকিস্তান। তাই হাতে কয়েক মাস থাকা সত্ত্বেও এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। গত ২৯ তারিখ টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে বার্বাডোজে হাজির ছিলেন পাকিস্তানের ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi)। তখনই তিনি আইসিসি’র কাছে জমা দেন প্রস্তাবিত গ্রুপ বিন্যাস ও খসড়া সূচি। অংশগ্রহণকারী ৮ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্যদিকে বি-গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
গত পাঁচ বছরের মধ্যে টি-২০ বিশ্বকাপ, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ ট্রফি জিতেছে অজি’রা। অধরা থেকে গিয়েছে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। প্যাট কামিন্সের নেতৃত্বে ২০২৫-এর গোড়ায় তা জিতে বৃত্ত সম্পূর্ণ করতে মুখিয়ে থাকবে অজি’রা। কি হতে পারে সম্ভাব্য স্কোয়াড তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। ওপেনিং স্লটে ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গী হিসেবে ভাবা হচ্ছে জেক ফ্রেজার ম্যাকগার্ক’কে (Jake Fraser McGurk)। বোলিং বিভাগেও মিচেল স্টার্কের (Mitchell Starc) মত সিনিয়রকে আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে থাকছে সন্দেহ। বদলে তৈরি রাখা হচ্ছে নাথান এলিসের মত কাউকে কাউকে। নির্বাচকদের ফোকাসে যে তারুণ্য, তা এক প্রকার স্পষ্ট। সেই কারণেই ডেভিড ওয়ার্নারের (David Warner) প্রত্যাবর্তনের প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দুলেন নির্বাচক জর্জ বেইলি।
Read More: IPL 2025: আগামী আইপিএলের আগেই দিল্লী ছাড়ছেন অধিনায়ক ঋষভ পান্থ, এই দলে লিখাতে পারে নাম !!
ওয়ার্নারকে ছেঁটেই ফেললো অস্ট্রেলিয়া-
গত বছরের ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ফাইনালের পর পঞ্চাশ ওভারের খেলায় আর হলুদ জার্সি পরে মাঠে নামেন নি ডেভিড ওয়ার্নার (David Warner)। পাকিস্তানের বিরুদ্ধে ডিসেম্বর-জানুয়ারি মাসের টেস্ট সিরিজ যে লাল বলের খেলায় তাঁর শেষ সিরিজ হবে তা ঘোষণা করেন তিনি। ঘরের মাঠ সিডনিতে ‘ব্যাগি গ্রিন’কে বিদায় জানান তারকা ওপেনার। টি-২০ ক্রিকেটে অবসরের জন্য খানিক সময় চেয়ে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপ খেলে নিতে চেয়েছিলেন অবসর। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইট পর্বে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় খানিক অপ্রত্যাশিতভাবেই দাঁড়ি পড়ে গিয়েছিলো তাঁর কেরিয়ারে। দেশের হয়ে টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০তে যথাক্রমে ৮৭৮৬, ৬৯৩২ ও ৩২৭৭ রান করে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাস সম্পূর্ণ হওয়ার আগেই আভাস দেন ইউ-টার্নের।
সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিত ডেভিড ওয়ার্নার (David Warner)। সেখানেই গত সপ্তাহে তিনি লেখেন, “আপাতত কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবো। যদি আমার কথা ভাবা হয় তাহলে চ্যাম্পয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলতেও আমি প্রস্তুত।” এই নিয়ে প্রশ্ন করা হয়েছিলো অজি শিবিরের মুখ্য নির্বাচক জর্জ বেইলি’কে (George Bailey)। তিনি বিশেষ আমল দেন নি ওয়ার্নারের প্রস্তাব’কে। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগেই যে তারা দলে বেশ কিছু রদবদলের কথা ভাবছেন তা স্পষ্ট করে দেন তিনি। বলেন, “আমরা জানি যে ওয়ার্নার অবসর নিয়েছেন। ওর বর্ণময় কেরিয়ার, তিন ফর্ম্যাটেই ও যা অর্জন করেছে, তা উদ্যাপন করার মত বিষয়। কিন্তু আমাদের যা পরিকল্পনা তাতে নিশ্চিতভাবেই পাকিস্তানে ওকে দেখতে পাওয়া যাবে না।” এই আবহেই ইংল্যান্ড সফরের জন্য সীমিত ওভারের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। বাদ পড়েছেন ম্যাথু ওয়েড। বিশ্রামে স্টার্ক, ম্যাক্সওয়েল।