নতুন টেস্ট কোচ হচ্ছেন ভিভিএস লক্ষ্মণ, প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য নিয়ে চর্চা ক্রিকেট মহলে !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসার পর থেকেই একাধিক কারণে আলোচনায় রয়েছেন। তার তত্ত্বাবধানে ব্লু ব্রিগেডরা চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় করার সঙ্গে সঙ্গে এশিয়া কাপের (Asia Cup 2025) মতো ঐতিহ্যবাহী ট্রফিও নিজেদের দখলে করতে সক্ষম হয়েছে। তবে একদিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সফলতা পেলেও টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে পারছে না ভারত।সাম্প্রতিক সময় গম্ভীর টেস্ট দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) পর শুভমান গিলকে (Shubman Gill) এই ফরম্যাটের নেতৃত্বের দায়িত্বে আনা হয়েছে। কিন্তু টেস্ট দলের ব্যর্থতা আবারও একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এবার এই বিষয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল।

Read More: আইসিসির শাস্তির মুখে হর্ষিত রানা, দঃ আফ্রিকার বিপক্ষে নিয়ম ভেঙে বিপাকে তারকা পেসার !!

টেস্ট দলের ব্যর্থতা-

পন্থ ভারত, ind vs sa
Team India | Image: Twitter

ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়ক হিসাবে শুভমান গিল প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। এই সিরিজে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তরুণ ব্যাটসম্যান। কিন্তু দলকে সিরিজে জয় এনে দিতে পারেননি। এরপর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে ভারতীয় দল ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজেও হতাশাজনক পারফর্ম্যান্স করেছে। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৩০ রানে পরাজিত হয় গৌতম গম্ভীরের দল।

এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্লু ব্রিগেডরা মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে গিয়েছিল। ঋষভ পান্থরা (Rishabh Pant) এই ম্যাচে ৪০৮ রানে পরাজিত হয়ে মাঠে ছাড়ে। অন্যদিকে গত বছর গম্ভীরের তত্ত্বাবধানেই নিউজিল্যান্ডের (India vs Newzealand Test Series) বিপক্ষে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়ে আলোচনায় উঠে এসেছিল ব্লু ব্রিগেডরা। ফলে টেস্ট দল নিয়ে একাধিক ভুল সিদ্ধান্ত বর্তমানে আতস কাঁচের তলায় রয়েছে।

টেস্টের জন্য চাই নতুন কোচ-

Rishab Pant will Lead Team India 2nd test
Team India | Image: Twitter

ভারতীয় টেস্ট দলের ধারাবাহিকভাবে ব্যর্থতা নিয়ে এবার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tewari) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি নতুন টেস্ট কোচ নিয়ে আসা উচিত বলে জানান। বাংলার এই প্রাক্তন অধিনায়ক বলেন, “ভারতীয় টেস্ট দলের এই অবস্থা আমাকে খুব একটা অবাক করেনি। আমি আগেই বলেছিলাম দ্রুত এতো পরিবর্তন দলের ভারসাম্য নষ্ট করছে। যা দলের পারফর্মেন্সের ওপরেও প্রভাব ফেলছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে, বর্ডার-গাভাস্কার ট্রফিতে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর সমস্যাগুলো সামনে উঠে এসেছে। আমি নিশ্চিতভাবে মনে করি যে ভারতীয় টেস্ট দলের বিশেষ একজন কোচের প্রয়োজন আছে।” এই মন্তব্যের পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) মতো অভিজ্ঞ তারকাকে টেস্ট দলের কোচ হিসাবে নিয়ে আসা উচিত বলে মনে করছেন। তার ভারতীয় টেস্ট দলের হয়ে ১৩৪ টি ম্যাচে মোট ৮৭৮১ রান রয়েছে। তিনি বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসেবে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Read Also: “মজা করো না ওরা চাইলে..”, রোহিত-বিরাটের ভবিষ্যতের বিষয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *