IPL 2025: "শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না.."ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !! 1

IPL 2025: গতকাল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে ঘরের মাঠে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) অধিনায়ক হিসেবে এসেও দলের পরিস্থিতির পরিবর্তন করতে পারেননি। ব্যাট হাতেও তিনি চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে ভক্তদের হতাশ করেছেন। এইরকম পরিস্থিতিতে এবার মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) তীব্র কটাক্ষ করলেন। তার এই সমালোচনা এখন ক্রিকেট মহলে রীতিমতো চর্চায় উঠে এসেছে।

Read More: চলতি আইপিএলে সবচেয়ে বড়ো কামব্যাক করেও ছন্দ হারালেন তারকা খেলোয়াড়, পড়বেন দল থেকে বাদ !!

ধোনিকে আক্রমণ শেহবাগের-

IPL 2025: "শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না.."ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !! 2
MS Dhoni | Image: Getty Images

গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস (CSK) ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৭২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ৫ বারের চ্যাম্পিয়নরা। এইরকম পরিস্থিতিতে নবম স্থানে ব্যাটিং করতে আসেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু তিনি ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি। মাত্র ৪ বলে সুনীল নারিনের (Sunil Narine) করা বলে এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে মাঠ ছাড়েন। কেকেআরের বিপক্ষে চেন্নাইয়ের হারের পর বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) এক আলোচনায় বলেন, “আমার মনে হয় না ধোনি শেষ পর্যন্ত ব্যাট করলে চেন্নাইয়কে জয় এনে দিতে পারতেন। যদি ধোনি আউট না হতেন তাহলে দল সর্বোচ্চ ১৩০ রান পর্যন্ত পৌঁছাতো। কেকেআর ১০.১ ওভারে ১০৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে। চেন্নাই আর একটু বেশি রান করলে আমরা হয়তো ১১:৩০ টায় লাইভে আসতাম। এইটুকুই শুধু পার্থক্য হতো।”

ধারাবাহিকভাবে ব্যর্থ চেন্নাই-

IPL 2025: "শেষ পর্যন্ত থাকলেও জেতাতে পারতো না.."ধোনিকে নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বীরেন্দ্র শেহবাগ !! 3
KKR vs CSK | Image: Getty Images

এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। তারপর থেকে পরপর ৫ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। ঘরের মাঠে চেপক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ২৫ রানে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ রানে পরাজয়ের সম্মুখীন হয় ৫ বারের চ্যাম্পিয়নরা। গতকাল রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad) চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ফিরে এসে আশা জাগিয়েছিলেন। কিন্তু চেপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা। উল্লেখ্য পরবর্তী ম্যাচে চেন্নাই ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে।

Read Also: IPL 2025: “সবার আগে বিদায় নেবে…”পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লো CSK !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *