"একটা ছক্কা মেরে বেশি ওড়া ভালো নয়..", বৈভব সূর্যবংশীকে এবার সতর্ক করলেন বীরেন্দ্র শেহবাগ !! 1

IPL 2025: প্রতি বছর আইপিএলে একাধিক তরুণ প্রতিভাবান ক্রিকেটার দুরন্ত পারফর্মেন্সের মাধ্যমে ভক্তদের মন জয় করে নেওয়ার চেষ্টা করেন। এই বছর আইপিএলেও আমরা প্রিয়াংশ আর্য (Priyansh Arya), অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) মতো তরুণ ক্রিকেটারদের ধারাবাহিকভাবে রান সংগ্রহ করে দলকে ভরসা দিতে দেখছি। তবে তাতক্ষনিক জনপ্রিয়তা অনেক সময় ক্রিকেটারদের জীবনে কাল হয়ে নেমে আসে। একটি বা দুটি ম্যাচ খেলার পর আইপিএলের মঞ্চ থেকেই হারিয়ে গেছেন অনেক ক্রিকেটার। এই বিষয়টি মনে করিয়ে দিয়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) সতর্ক করলেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)।

Read More: আবারও চাহালের ঘর ভাঙতে উঠে পড়ে লেগেছেন শ্রেয়স আইয়ার, গোপনে বলে দিলেন ‘আই লাভ ইউ’ !!

শেহবাগের সতর্কবাণী-

"একটা ছক্কা মেরে বেশি ওড়া ভালো নয়..", বৈভব সূর্যবংশীকে এবার সতর্ক করলেন বীরেন্দ্র শেহবাগ !! 2
Vaibhav Suryavanshi | Image: Getty Images

চলতি আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অভিষেক করে হ‌‌ইচ‌ই ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি এই মুহূর্তে আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। চোটের কারণে সঞ্জু স্যামসন দলের বাইরে চলে যাওয়ায় লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থানের ওপেনার হিসেবে মাঠে নামেন বৈভব। অভিষেক ম্যাচেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ক্রিকেট ভক্তদের মন জয় করে নেন তিনি। কিন্তু অল্প বয়সে এই জনপ্রিয় বৈভবকে (Vaibhav Suryavanshi) ভুল পথে চালিত করতে পারে বলে শেহবাগ (Virender Sehwag) মনে করছেন। তিনি এক সাক্ষাৎকারে এই ক্রিকেটারকে সতর্ক করে বলেন, “যদি মাঠে নামার আগে এটা মাথায় রাখো যে ভালো খেললে প্রসংশা পাবো এবং খারাপ খেললে সমালোচনা হবে তাহলে তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারদের দেখেছি যারা দু-একটি ম্যাচ খেলে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তারপর হারিয়ে গেছেন। কারণ তারা নিজেদের তারকা ভাবতে শুরু করেছিল।”

শেহবাগের গুরুত্বপূর্ণ পরামর্শ-

"একটা ছক্কা মেরে বেশি ওড়া ভালো নয়..", বৈভব সূর্যবংশীকে এবার সতর্ক করলেন বীরেন্দ্র শেহবাগ !! 3
Vaibhav Suryavanshi | Image: Getty Images

এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে তার পরামর্শও দিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ওপেনার। তিনি বিরাট কোহলি (Virat Kohli) উদাহরণ টেনে বলেন, “বিরাট কোহলি ১৯ বছর বয়সে আইপিএল (IPL 2025) খেলা শুরু করেছিল। এটা নিয়ে তার ১৮ তম মরসুম হতে চলেছে। বৈভবের এইরকম লক্ষ্য হওয়া উচিত। আর ও যদি ভাবে একটা ছয় মেরেই নাম কামিয়ে নিয়েছি আর টুর্নামেন্টের শেষে ব্যাঙ্কে ১ কোটি টাকা ঢুকে যাবে তাহলে ওকে আর পরের মরসুম থেকে খুঁজে পাওয়া যাবে না।” উল্লেখ্য এই বছর মেগা নিলামে ১.১ কোটি টাকার বিনিময়ে বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) দলে নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। অন্যদিকে এই বছর আইপিএলে রিয়ান পরাগের (Riyan Parag) দল বর্তমানে একে বারেই ছন্দে নেই। টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে তারা। পরবর্তী ম্যাচে রাজস্থান ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে।

Read Also: IPL 2025: ডি কক বা গুরবাজ বাদ, KKR-এর হাল ফেরাবেন এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *