বিশ্বকাপের মঞ্চ (T20 World Cup 2024) থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ দলকে। বিশ্বকাপের বড় মঞ্চে আবার একবার সুযোগ হাতছাড়া হলো টাইগারদের। গ্রুপ পর্যায়ের ম্যাচে বাংলাদেশ তিনটি ম্যাচে জয়লাভ করে পৌঁছে গিয়েছিল সুপার এইট পর্বে। তবে তাদের গ্রুপে অর্থাৎ সুপার এইটের প্রথম গ্রুপে তিনটি হেভিওয়েট দলের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। প্রথমে তারা বাংলাদেশ দলের মুখোমুখি হয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচে তারা ভারতীয় দলের মুখোমুখি হয়েছিল। সবশেষে আজ আফগানিস্তানের বিরুদ্ধে তাদের মুখোমুখি হতে দেখা গিয়েছিল।
বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ
সেমিফাইনালের মঞ্চে পৌঁছানোর জন্য আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের কাছে একটি বড় জয়ের প্রয়োজন ছিল। তবে সেই কার্যসিদ্ধি করতে ব্যর্থ হল শাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। আবার একবার বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হলো শাকিবদের। এবার সমাজ মাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয়েছে ট্রল। বেশ কয়েকদিন ধরেই শাকিব আল হাসান এবং বীরেন্দ্র শাহবাগকে নিয়ে বেশ তর্কবিতর্ক চলছিল সমাজ মাধ্যমে। অস্ট্রেলিয়া কে হারানোর পর ভারতীয় দল গতকাল বাংলাদেশ এবং আফগানিস্তানের কাছে বড় সুযোগ করে দেয় সেমিফাইনালে পৌঁছানোর জন্য।
তবে সম্পূর্ণরূপে আফগানদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হল বাংলাদেশী ব্রিগেড। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত কুড়ি ওভারে কেবলমাত্র ১১৫ রান বানাতে সক্ষম হয়েছিল আফগানিস্তান। যদিও আফগানিস্তানের করা এই রানটিকে ৭৩ বলে তুলে ফেলতে পারতো তাহলে বাংলাদেশ সেমিফাইনালের মঞ্চে কোয়ালিফাই করতো, তবে সেটি সক্ষম হলো না। রান তাড়া করতে এসে দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে দেয় বাংলাদেশি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভারেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরতে হয় তানজিদ হাসান তামিমকে।
এরপর অধিনায়ক শান্ত বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট হারান। তৃতীয় ওভারে শেষ বলে ব্যাটিং করতে আসেন বাংলাদেশি দলের সবথেকে প্রতিভাবান ও পরিপক্ক প্লেয়ার সাকিব আল হাসান। তবে প্রথম বলেই তিনি নবীন উল হকের সামনে সহজ একটি ক্যাচ তুলে দেন এবং বাংলাদেশি দলের কিংবদন্তি প্লেয়ারকে প্যাভিলিয়নে ফিরতে হয়। শাকিব আউট হতেই সমাজমাধ্যমে শুরু হয়ে যায় চর্চা।
সেহবাগের ভিডিও হলো ভাইরাল
মূলত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাকিব আল হাসানের ব্যাটিং দেখে একেবারেই মেজাজ হারিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। সাকিবকে নিয়ে কঠিন বয়ান দিয়েছিলেন তিনি, এমনকি সাকিবকে খেলা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন বিরু। তবে পরবর্তী ম্যাচে নেদারল্যান্ড এর বিরুদ্ধে বেশ দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেছিলেন শাকিব। এরপর সংবাদ সম্মেলনীতে যখন তাকে বীরেন্দ্র শেহবাগের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন তিনি একটি শব্দে জবাব দেন- ‘কে ?’ অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সেহবাগ নামের কাউকেই তিনি চেনেন না। তবে আজকের ম্যাচে তার এই প্রদর্শনের পর সেহবাগের ভিডিওটি ভাইরাল হয়েছে।
Sakib Al Hasan Golden Duck🔥
Who🤣 pic.twitter.com/k9CjikkIYi
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) June 25, 2024