BCCI'এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !! 1

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অনুষ্কা শর্মার (Anushka Sharma) কেমিস্ট্রি ভক্তদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেয়। অন্যদিকে একাধিক তারকা ক্রিকেটারদের ডিভোর্সের তালিকা প্রতি বছর দীর্ঘ হয়ে চলেছে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), মহম্মদ শামির (Mohammed Shami) পর্যন্ত বিবাহিত জীবন বেশিদিন সুখকর হয়নি।

ফলে বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। এরপর আবার বর্তমানে হার্দিক, যুজবেন্দ্র এবং শিখর ধাওয়ানকে নতুন প্রেমিকার সঙ্গে নতুন করে জীবন শুরু করতে দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যেই এবার বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) বিবাহ বিচ্ছেদের খবর সামনে এসেছে।

Read More: RCB’এর ট্রফি জয়ী তারকার স্ক্রিনশট ভাইরাল, গার্লফ্রেন্ড তুললেন প্রতারণার অভিযোগ !!

সেহবাগের বিবাহ বিচ্ছেদ-

BCCI'এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !! 2
Virender Sehwag and Aaarti Ahlawat | Image: Getty Images

বীরেন্দ্র সেহবাগ ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম বিস্ফোরক ওপেনার হিসেবে পরিচিত। তার ব্যাট থেকে এসেছে অসংখ্য গুরুত্বপূর্ণ রেকর্ড। এই তারকা ব্যাটসম্যান ২০০৪ সালে আরতি আহলা‌ওয়াতের (Aarti Ahlawat) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের দু’জন পুত্র সন্তান রয়েছে। আর্যবীরের জন্ম হয় ২০০৭ সালে এবং বেদান্তের জন্ম হয় ২০১০ সালে। সবকিছু ঠিকঠাক চললেও এবার ২০ বছরের দাম্পত্য জীবনে তারা ইতি টানতে চলেছেন বলে খবর সামনে এসেছে।

একাধিক সূত্র অনুযায়ী বর্তমানে বীরেন্দ্র এবং আরতি দুজনে আলাদা থাকছেন। সাম্প্রতিক সময় এই তারকা ক্রিকেটার দীপাবলি এবং অন্যান্য অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। সেখানে তার দুই ছেলে এবং মায়ের ছবি থাকলেও স্ত্রীর ছবি দেখা যায়নি। আরতি এবং সেহবাগ একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। ফলে ডিভোর্সের পথে তারা হাঁটতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে।

বন্ধুর জন্যেই এই বিচ্ছেদ-

BCCI'এর কর্তার সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক, ২০ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন বীরেন্দ্র সেহবাগ !! 3
Virender Sehwag, Aaarti Ahlawat and Mithun Manhas | Image: Twitter

বর্তমানে বিসিসিআই (BCCI)’এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মিঠুন মনহাস‌ (Mithun Manhas)। তিনি জম্মু কাশ্মীর থেকে ক্রিকেটের যাত্রা শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী সময় দিল্লি দলের হয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। সেই সময় থেকে বীরেন্দ্র সেহবাগের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সাম্প্রতিক সময় মনহাসের সঙ্গে আরতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জল্পনা তৈরি হয়।

অন্যদিকে ক্রীড়া সাংবাদিক অভিষেক ত্রিপাঠীর একটি রহস্যময় মন্তব্য সামনে এসেছিল। তিনি ২০০৯ সালে দীনেশ কার্তিকের স্ত্রীর সঙ্গে মুরলী বিজয়ের সম্পর্কের ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। এরপরই নেটিজেনরা সেহবাগ-আরতি এবং মনহাসের মধ্যে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অনুমান শুরু করে।

Read Also: ‘রাজনীতির শিকার..’, মুস্তাফিজুরের IPL থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ নবির !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *