ঈশান কিষান
ভারতীয় ক্রিকেটের তরুণ উঠতি ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ঈশান কিষান। বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান আইপিএল এর মঞ্চে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করে দেখানোর সুবাদে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে t20 ফরম্যাট দিয়ে অভিষেক করার সুযোগ পেয়েছেন এবং তিনি তার অভিষেক ম্যাচেই অর্ধ শতরান করে এক অনন্য নজির গড়েছিলেন। এখন মনে করা যাচ্ছে আগামী বিসেক্যুপের মঞ্চে যদি ভারতীয় টীম ম্যানেজমেন্ট তাকে একজন ওপেনার হিসাবে দলে সুযোগ না দেন তাহলে তাকে বেঞ্চে বসে থাকতে হতে পারে কারণ বিরাট কোহলি আবার ফর্মে ফিরে এসেছেন এবং দলের মিডল অর্ডার মজবুত হয়ে গিয়েছে।