Virat Kohli: দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে সামিল সকলেই। সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জগতের সেলিব্রিটিরা পোস্ট করেছেন শুভেচ্ছা বার্তা। ক্রিকেট নক্ষত্র শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের ট্যুইটারে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা। ঈশ্বরের আশীর্বাদ সকলের মধ্যে আনন্দ এবং সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করুক।’ আফগানিস্তানের তারকা রশিদ খানও (Rashid Khan) নিজের অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) থেকে বাবর আজম-দেশ-কালের সীমানা ছাড়িয়ে ক্রিকেট জগতের বহু তারকা বিশ্ববাসীর কাছে ঈদের শুভেচ্ছাবার্তা তুলে ধরেছেন। প্রত্যেকেই আশা রেখেছেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যে পরিপূর্ণ এক সুন্দর পৃথিবীর।
পিছিয়ে নেই চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরাও। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিজের অনুরাগীদের উদ্দেশ্যে লেখেন, ‘সকলকে জানাই ঈদ মুবারক। ঈদের আমেজ যেন সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়।’ নায়ক বরুণ ধাওয়ান, ধনুষও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন অনুরাগীদের। ‘আর-আর-আর’ খ্যাত জুনিয়র এন-টি-আর লেখেন, ‘ঈদ সকলের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক।’ উৎসবের আমেজে ভেসেছেন অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। বলিউড নায়িকা ট্যুইটারে লেখেন, ‘আপনার ও আপনার পরিবারের শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি কামনা করি। ঈদ মুবারক।’ অনুষ্কার ক্রিকেট তারকা স্বামী বিরাট কোহলির (Virat Kohli) একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্সটাগ্রামে। ধর্মীয় সংকীর্ণতার ঊর্দ্ধে উঠে শান্তি ও সোহার্দ্যের বার্তা প্রচার করতে দেখা গিয়েছে কোহলিকেও।
Read More: World Cup 2023: শিয়রে বিশ্বকাপ, নতুন সাজে সেজে উঠছে ভারতের এই ‘আইকনিক’ স্টেডিয়াম !!
ঈদের দিনে ভাইরাল বিরাট কোহলির ভিডিও-

কোহলির একটি ফ্যানপেজের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সংস্থার বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও হলেও যে বার্তা সেখানে বিরাটকে (Virat Kohli) দিতে দেখা গিয়েছে তা বেশ মনে ধরেছে নেটিজেনদের। ধর্মীয় সংকীর্ণরতাকে দূরে সরিয়ে সকলকে এক সাথে নিয়ে চলার কথা শুনিয়েছেন কোহলি। বিজ্ঞাপনে জানিয়েছেন সর্ব ধর্ম সমন্বয়ের মাঝেই বেড়ে উঠেছেন তিনি। ঈদের উৎসবে সামিল হতেও দেখা যায় তাঁকে। এক বৃদ্ধকে আলিঙ্গনবদ্ধ করে জানান ঈদের শুভেচ্ছা। নীল রঙের কুর্তা পরিহিত কোহলি বলেন, ‘প্রতিটি উৎসব’ই আসলে ভারতের উৎসব।’
বর্তমানে ক্রিকেট থেকে বেশ কিছুদিনের বিরতিতে রয়েছেন কোহলি (Virat Kohli)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাস কোনো ম্যাচ ছিলো না ভারতীয় দলের। জুলাইয়ের গোড়াতে আবার উড়ে যাবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে টেস্ট, একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজ রয়েছে ভারতের। টেস্ট এবং একদিনের সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। দুই ফর্ম্যাটেই স্কোয়াডে রয়েছেন কোহলি (Virat Kohli)। তবে কুড়ি-বিশের সিরিজে সম্ভবত থাকছেন না তিনি। দেশে ফিরে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাবেন ‘কিং কোহলি।’